Dosterlimab Cancer Drug: ক্যানসার সারল এই ওষুধে
এ যেন ওষুধ ম্যাজিক ওষুধ। মৃত্যু পথযাত্রী এক ব্রিটিশ মহিলা ক্যানসার মুক্ত হলেন এই ওষুধে। বিস্ময়কর এই ওষুধের নাম ডস্টারলিম্যাব। থার্ড স্টেজ অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন যুক্তরাজ্যের ওয়েলসের ৪২ বছরের ক্যারি।
এ যেন ওষুধ ম্যাজিক ওষুধ। মৃত্যু পথযাত্রী এক ব্রিটিশ মহিলা ক্যানসার মুক্ত হলেন এই ওষুধে। বিস্ময়কর এই ওষুধের নাম ডস্টারলিম্যাব। থার্ড স্টেজ অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন যুক্তরাজ্যের ওয়েলসের ৪২ বছরের ক্যারি। ওই মহিলার অন্ত্রে দানা বেঁধেছিল মারন রোগ। বাঁচার আশা ক্রমে ক্ষীণ হয়ে আসছিল। এমন অবস্থায় গত ৬ মাস তিনি ওই ওষুধের ডোজে ছিলেন।
৬ মাস বাদে দেখা যায় সম্পূর্ণ নিরাময় হয়েছে তাঁর অন্ত্রের ক্যানসার। কীভাবে কাজ করে এই ক্লিনিকাল ড্রাগ? আসলে এই ওষুধ একটি মনোক্লোনাল অ্যান্টিবডি। ক্যানসার সৃষ্টিকারী কোষের প্রোটিনের কাজ বন্ধ করে এই ওষুধ। এই ওষুধ রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্যানসারের বিরুদ্ধে চালিত করে ক্যানসারের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ তৈরি করে। ওই ছমাস এই ওষুধের সঙ্গে ক্যারির কেমোথেরাপিও চলে। কিছুদিনের মধ্যেই ক্যারি জীবনের স্বাভাবিক স্রোতে ফিরবেন।