Raj-Subhashree: আরবানায় চক্রবর্তীদের ডবল সেলিব্রেশন! একদিকে ভাইফোঁটা, অন্যদিকে কী?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 03, 2024 | 9:20 PM

৩ নভেম্বর আরবানায় চক্রবর্তীদের অ্যাপার্টমেন্টে ডবল সেলিব্রেশন! একদিকে ভাইফোঁটা, অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। যদিও এই বছর মধ্যরাতে বউকে সারপ্রাইজ দিতে ব্যর্থ রাজ। কারণ শনিবার রাতে শো-র জন্য আসানসোলে উপস্থিত ছিলেন শুভশ্রী! অগত্যা পুরোনো ছবি দিয়েই বউকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাজ চক্রবর্তী।

দুয়ার সিক্রেট
দীপিকা পাড়ুকোনের কন্যা দুয়া পাড়ুকোন সিং-এর এই সিক্রেট জানেন আপনি? এবার শেয়ার করলেন অভিনেত্রী নিজেই, সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘গোটা হাত দিয়ে ও আমার একটা আঙুল ধরে থাকে।’ ‘মুখ হাঁ করে ঘুমোয়’, ‘ঘুম থেকে ওঠার পর হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙে’ আরও অনেক কিছু।

শুভশ্রীর জন্মদিন
৩ নভেম্বর আরবানায় চক্রবর্তীদের অ্যাপার্টমেন্টে ডবল সেলিব্রেশন! একদিকে ভাইফোঁটা, অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। যদিও এই বছর মধ্যরাতে বউকে সারপ্রাইজ দিতে ব্যর্থ রাজ। কারণ শনিবার রাতে শো-র জন্য আসানসোলে উপস্থিত ছিলেন শুভশ্রী! অগত্যা পুরোনো ছবি দিয়েই বউকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাজ চক্রবর্তী।

জন্মদিনে কোথায় ছিলেন শাহরুখ?
৫৯তম জন্মদিন পালন করলেন শাহরুখ খান। তবে এবার প্রথা ভেঙেছেন। মন্নতের বারান্দায় আর দেখা যায়নি সেই দুই হাত ছড়িয়ে পোজ। যদিও কিছু ভক্তদের নিয়ে একটি ইনডোর ইভেন্টের আয়োজন করেছিলেন তিনি। সেখানেই কিং খান জানান, জন্মদিনের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন। আর তারপর সময় কাটান মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম খানের সঙ্গে।

শাহরুখের ধন্যবাদ
জন্মদিনে দারুণ এক সন্ধ্যা ভক্তদের সঙ্গে কাটিয়ে খুশির জোয়ারে ভাসছেন শাহরুখ খান। আর তাই সকলকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এখানে আসার জন্য এবং আমার সন্ধ্যাকে বিশেষ করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ … যারা আমার জন্মদিনে এটি তৈরি করেছেন তাদের সবার প্রতি আমার ভালোবাসা। আর যাঁরা পারেননি, তাঁদের জন্য আমার সমস্ত ভালবাসা পাঠাচ্ছি।’

হৃত্বিকের আদুরে পোস্ট
বান্ধবী সাবা আজাদের ৩৯ তম জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন হৃত্বিক রোশন। ইনস্টাগ্রামে একটি স্পেশাল পোস্ট করেন বলিউডের গ্রিক গড। সেখানে তুলে ধরেছেন নিজেদের বেড়ানোর সময় কাটানো নানান মজার ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন সা। তোমাকে ধন্যবাদ।

‘সরি’ বললেন কাঞ্চন
বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। তবে মেয়ের জন্মের আগে কাউকে কিচ্ছুটি জানতে দেননি তিনি। কেন এত গোপনীয়তা? প্রশ্ন করতেই লাজুক হাসি কাঞ্চনের। বললেন, “আই অ্যাম ভেরি সরি। বুঝতেই পারছেন বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়। সেই কারণেই এই খুশির খবরটা কাউকে জানাতে চাইনি এতদিন।

ছোট পর্দায় বনি?
ছোট পর্দায় ডেবিউ করতে চলেছেন বনি সেনগুপ্ত? টলিপাড়ায় জোর চর্চা। যদিও প্রশ্ন করতেই বনি বললেন, না না, আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব।” এ-ও জানিয়েছেন, পুরোটাই ভুয়ো খবর। এই ধরনের খবরের যে কোনও সারবত্তা নেই, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন।

অবশেষে প্রেমে সিলমোহর!
বেশ কিছু দিন ধরে জল্পনা ছিল, লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। বলিউডে বেশ কিছু দিন ‘একাকিনী’ তকমা নিয়েই ছিলেন অভিনেত্রী। তবে গত জুলাইয়ে জন্মদিনের সময় থেকে জল্পনা শুরু হয় কৃতির সম্পর্ক নিয়ে। অবশেষে সেই প্রেমেই সিলমোহর দিলেন অভিনেত্রী। প্রকাশ্যে কবীর বহিয়ার সঙ্গে ধরা দিলেন কৃতি।

স্ফীতোদরের ছবি প্রকাশ্যে
দীপাবলির আবহে লক্ষ্মী এসেছে ঘরে। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এ দিন শ্রীময়ী নিজেই বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনেন। অভিনেত্রীর চোখে মুখে মাতৃত্বের লাবণ্য। ছবির ক্যাপশনে শ্রীময়ী লেখেন, “এ এক দীর্ঘ সফর। টানা ৯ মাসের সফর। বহু আবেগের মুহূর্ত রয়েছে।