SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: কমিশন সূত্রে খবর, এই খসড়া তালিকা থেকে আপাতত বিয়োগ হয়েছেন ৫৮ লক্ষ ভোটার। কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ ডুপ্লিকেট। কমিশনর প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, এই ৫৮ লক্ষের মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। ভুয়ো ভোটারের সংখ্যাও প্রায় ২ লক্ষের কাছাকাছি।
খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ভোটাররা নিজেদের নাম খুঁজতে ব্যস্ত। অনলাইনে ও অফলাইনে নাম চেক করা যাবে। নাম আছে কি না, নাম বাদ পড়েছে কি না, বাদ পড়লে কী কারণে বাদ পড়ল, সেই সব তথ্যই পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।
কমিশনের দেওয়া ceowestbengal.wb.gov.in/asd_SIR– এই ওয়েবসাইটে গেলেই নাম দেখা যাবে। সেই সঙ্গে রয়েছে একটি অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে ECINET অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানেই নাম আছে না কি নেই, তা দেখে নেওয়া যাবে। এছাড়া অফলাইনে নিজের নিজের এলাকার বিএলও-দের কাছ থেকেও নাম যাচাই করে নেওয়া যাবে।
Latest Videos
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের

