Ab Meri Baari: একটা গাড়ি কীভাবে মালিকানা ও মর্যাদার প্রতীক হয়ে উঠছে? জানালেন ড. জয়জিৎ ভট্টাচার্য

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Aug 21, 2025 | 2:33 PM

TATA Ace Pro: কাগজপত্র ও প্রথাগত ব্যাংকিংয়ের গণ্ডি ছাড়িয়ে এখন প্রাসঙ্গিক হয়ে উঠছে ডিজিটাল পরিচয় এবং আর্থিক অন্তর্ভুক্তি। আজ, গিগ কর্মী থেকে শুরু করে প্রথম প্রজন্মের উদ্যোক্তারা পর্যন্ত আধার-সংযুক্ত ব্যাংকিং, ইউপিআই, জিএসটি ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমেই গড়ে তুলছেন তাদের ঋণযোগ্যতা।

প্রতিদিন যেন দ্রুত বদলে যাচ্ছে ভারতের ঋণব্যবস্থা। কাগজপত্র ও প্রথাগত ব্যাংকিংয়ের গণ্ডি ছাড়িয়ে এখন প্রাসঙ্গিক হয়ে উঠছে ডিজিটাল পরিচয় এবং আর্থিক অন্তর্ভুক্তি। আজ, গিগ কর্মী থেকে শুরু করে প্রথম প্রজন্মের উদ্যোক্তারা পর্যন্ত আধার-সংযুক্ত ব্যাংকিং, ইউপিআই, জিএসটি ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমেই গড়ে তুলছেন তাদের ঋণযোগ্যতা।

এমএসএমই ঋণ প্রকল্পগুলি এখন বাণিজ্যিক গাড়িগুলিকে ব্যবসায়িক বিনিয়োগ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। টাটা ACE Pro হয়ে উঠছে উদ্যোক্তাবৃত্তির এক প্রবেশদ্বার। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিও টাটা ACE ব্যবহার করে স্থানীয় সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করছেন, এমনকি তৈরি করছেন নতুন কর্মসংস্থানও।

ড. জয়জিৎ ভট্টাচার্য এই বদলে যাওয়া ছবি নিয়ে জানিয়েছেন, আর্থিক সুযোগের সঙ্গে যুক্ত হচ্ছে সহজলভ্যতা। একটি গাড়ি কেবল চলাচলের উপকরণের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠছে মালিকানা, মর্যাদা ও বিকাশের প্রতীক।

টাটা মোটরসের সহজ ফাইন্যান্সিং ও অন্তর্ভুক্তিমূলক ঋণ সহায়তার মাধ্যমে, কর্মী থেকে মালিক হওয়ার পথ আর কখনও এত কাছাকাছি ছিল না।