এই কাজ না করলেই আটকে যাবে আপনার Provident Fund!
Employees Provident Fund: আপনি কি চা বাগান বা চটকলে কাজ করেন? কিংবা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত? তাহলে অবিলম্বে নিজের পিএফ স্ট্যাটাস চেক করুন। আপনার ইউএএন-এর সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না নিশ্চিত হন। যদি না থাকে, আজই আওনি যে সংস্থায় কাজ করেন, তাঁদের সঙ্গে না সংস্থার এইচআর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন।
২০২৫ সালের নভেম্বর মাসের পর থেকে, যে সব কর্মীর আধার ও ইউএএন লিঙ্ক করা নেই, তাঁদের নিয়োগকারীরা আর ‘ইলেকট্রনিক চালান কাম রিটার্ন’ বা ইসিআর জমা দিতে পারবেন না। সোজা কথায়, লিঙ্ক না থাকলে পিএফের টাকা জমা করতে সমস্যায় পড়বে সংস্থাগুলো।
আপনি কি চা বাগান বা চটকলে কাজ করেন? কিংবা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত? তাহলে অবিলম্বে নিজের পিএফ স্ট্যাটাস চেক করুন। আপনার ইউএএন-এর সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না নিশ্চিত হন। যদি না থাকে, আজই আওনি যে সংস্থায় কাজ করেন, তাঁদের সঙ্গে না সংস্থার এইচআর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন।
Published on: Dec 05, 2025 07:43 PM