Nawsad Siddique on Kashmir Terrorist Attack:’খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে’, বিস্ফোরক নওশাদ

| Edited By: সোমনাথ মিত্র

Apr 26, 2025 | 1:36 PM

জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার জেরে বর্তমানে উত্তপ্ত গোটা দেশ। গোটা এলাকা এখন থমথমে, দেশবাসীর মনে বদলার আগুন। ইতিমধ্যেই ধর্মভিত্তিক বিভাজনের পরিস্থিতির টুকরো খবর শোনা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, তারইমাঝে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী দাবি করলেন,”এখনই সরকারকে চেপে ধরার সময়।” তিনি এও বললেন, “তদন্ত কতটা হবে আমার সন্দেহ আছে।” দেখুন ভিডিয়ো

জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার জেরে বর্তমানে উত্তপ্ত গোটা দেশ। গোটা এলাকা এখন থমথমে, দেশবাসীর মনে বদলার আগুন। ইতিমধ্যেই ধর্মভিত্তিক বিভাজনের পরিস্থিতির টুকরো খবর শোনা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে, তারইমাঝে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী দাবি করলেন,”এখনই সরকারকে চেপে ধরার সময়।” তিনি এও বললেন, “তদন্ত কতটা হবে আমার সন্দেহ আছে।” দেখুন ভিডিয়ো