দেখা হল না মেসিকে, স্টেডিয়ামে তাণ্ডব ফুটবলপ্রেমীদের
কেউ রাত থেকে। কেউ ভোর থেকে। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে দেখতে ভিড় করেছিলেন যুবভারতী স্টেডিয়ামে। কিন্তু, মেসিকে দেখা হল না। ফুটবলের রাজপুত্র যুবভারতী স্টেডিয়ামে এসেছিলেন। কিন্তু, তাঁকে ঘিরে ভিড়ের কারণে মেসিকে দেখতে পাননি ফুটবলপ্রেমীরা। মেসি যুবভারতী স্টেডিয়াম ছাড়তেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামে। প্রথমে জলের বোতল ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। এরপর মাঠে ঢুকে পড়েন বহু লোক। চেয়ার ভাঙচুর করেন। এমনকি, মাঠের মধ্যে সোফায় আগুন ধরিয়ে দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। মূল উদ্যোক্তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে পুলিশ গ্রেফতার করেছে।
কেউ রাত থেকে। কেউ ভোর থেকে। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে দেখতে ভিড় করেছিলেন যুবভারতী স্টেডিয়ামে। কিন্তু, মেসিকে দেখা হল না। ফুটবলের রাজপুত্র যুবভারতী স্টেডিয়ামে এসেছিলেন। কিন্তু, তাঁকে ঘিরে ভিড়ের কারণে মেসিকে দেখতে পাননি ফুটবলপ্রেমীরা। মেসি যুবভারতী স্টেডিয়াম ছাড়তেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামে। প্রথমে জলের বোতল ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। এরপর মাঠে ঢুকে পড়েন বহু লোক। চেয়ার ভাঙচুর করেন। এমনকি, মাঠের মধ্যে সোফায় আগুন ধরিয়ে দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। মূল উদ্যোক্তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে পুলিশ গ্রেফতার করেছে।
