Rajasthan: ঘনঘন বিস্ফোরণ, তবু কেন টেনশন ফ্রি রামগড়, দেখুন

| Edited By: সোমনাথ মিত্র

May 10, 2025 | 8:53 PM

ট্রাম্পের কথাতে অবশেষে সংঘর্ষ-বিরতি। আকাশ, স্থল, জল, কোনও পথেই সেনা আর কোনও ‘অ্য়াকশন’ হবে না। শনিবার বিকেল ৫.৪৫ নাগাদ যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। যদিও রাজস্থানের রামগড় এলাকার বাজার দোকান বন্ধ, রাত হলেই ব্ল্যাক আউট। বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, তবু স্থানীয়রা বলছে ভয় নেই, টেনশনে নেই তারা। বলছে, […]

ট্রাম্পের কথাতে অবশেষে সংঘর্ষ-বিরতি। আকাশ, স্থল, জল, কোনও পথেই সেনা আর কোনও ‘অ্য়াকশন’ হবে না। শনিবার বিকেল ৫.৪৫ নাগাদ যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। যদিও রাজস্থানের রামগড় এলাকার বাজার দোকান বন্ধ, রাত হলেই ব্ল্যাক আউট। বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, তবু স্থানীয়রা বলছে ভয় নেই, টেনশনে নেই তারা। বলছে, “আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।” আর কী বলছেন তারা? দেখুন ভিডিয়ো