Metro: গুগল ম্যাপেই কাটুন মেট্রোর টিকিট
Google Map: গন্তব্য ও রুট খুঁজে দেবার পাশাপাশি এবার আরও বাড়তি সুবিধা দিচ্ছে গুগল ম্যাপ। এবার গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন থেকেই কাটা যাবে মেট্রো রেলের টিকিট। কীভাবে মেট্রোর টিকিট কাটবেন গুগল ম্যাপ দিয়ে?
গন্তব্য ও রুট খুঁজে দেবার পাশাপাশি এবার আরও বাড়তি সুবিধা দিচ্ছে গুগল ম্যাপ। এবার গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন থেকেই কাটা যাবে মেট্রো রেলের টিকিট। কীভাবে মেট্রোর টিকিট কাটবেন গুগল ম্যাপ দিয়ে? গুগল ও ওএনডিসি সংস্থার যৌথ ব্যবস্থাপনায় দেশের সব কটি মেট্রো রেলওয়ের টিকিট বুক করা যাবে। মেট্রো সফরের টিকিটের দাম চোকাতে হবে গুগল পে এর মাধ্যমে।
এর ফলে যাত্রীরা এড়াতে পারবেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার যন্ত্রণা ও ঝঞ্ঝাট। খুব শিগগিরই সবকটি মেট্রো শহরে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকিট কাটার এই পরিষেবা পাওয়া যাবে। জানাচ্ছেন গুগল ক্লাউড ইন্ডিয়ার এমডি বিক্রম বেদি। এর আগে হোয়াটসঅ্যাপে একটি নম্বরে কল করে কাটা যেত মেট্রোরেলের টিকিট। গুগল ম্যাপের সাহায্যে এই পরিষেবা চালু হওয়ায় আরও সহজ হবে মেট্রো যাত্রা। বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা।