Wallace’s Flying Frog: দিব্যি ওড়ে এই ব্যাঙ
Gliding Frog: উড়ুক্কু ব্যাঙ, গাছের ডাল থেকে উড়ে এসে নিচে পড়ে এই ব্যাঙ। এদের নাম ওয়ালেস ফ্রগ। চারটি পা ও শরীরের মধ্যে পাতলা চামড়া থাকে এই ওয়ালেস ফ্রগের।
উড়ুক্কু ব্যাঙ, গাছের ডাল থেকে উড়ে এসে নিচে পড়ে এই ব্যাঙ। এদের নাম ওয়ালেস ফ্রগ। চারটি পা ও শরীরের মধ্যে পাতলা চামড়া থাকে এই ওয়ালেস ফ্রগের। ওই পাতলা চামড়া ওয়ালেস ফ্রগকে হাওয়ায় ভাসতে সাহায্য করে। বিপদ বুঝলে এই প্রজাতির ওয়ালেস ফ্রগ তাদের শরীরের রঙ পরিবর্তন করে। পারিপার্শ্বিকের রঙ ধারণ করে ওয়ালেস ব্যাঙের শরীর।
বহুদিন ধরে এই ওয়ালেস ফ্রগের ওপরে গবেষণা চলছে। গবেষণায় দেখা গেছে ওয়ালেস ফ্রগ প্রজাতির ছোট ব্যাঙ বিপদের টের পেলেই গায়ের রঙ বদলায়। সম্প্রতি এই ব্যাঙের ওপরে গবেষণা চলছে ভিয়েনার শোরব্রুন চিড়িয়াখানায়। গবেষকরা জানাচ্ছেন এক মজার তথ্য। তাঁদের মতে এই প্রজাতির ব্যাঙরা ভাবে তাদের দেখা যাচ্ছে না। তাই তাদের শিকার কেউ করতে পারে না। গায়ের রঙ সবুজ হওয়ায় এরা প্রকৃতিতে গাছপালার সঙ্গে মিশে থাকে।