South Superstar’s Unknown Facts: দক্ষিণী সুপারস্টাররাকে কত নেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 11, 2023 | 5:46 PM

বিগ বাজেটের ছবি তৈরি হয় দক্ষিণী সিনেমায়। দক্ষিণের সুপারস্টাররা কত পারিশ্রমিক পান? থালাইভা রজনীকান্তের 'জেলার' ৬০০ কোটি ব্যবসা করেছে। রজনীকান্ত ছবি প্রতি পারিশ্রমিক নেন ১২৫ কোটি টাকা। প্রতি ছবিতে ১০৫ কোটির পারিশ্রমিক নেন অজিথ। ৬ দশক ধরে অভিনয় করছেন কমল হাসান। তাঁর পারিশ্রমিকের পরিমাণ ৭৫ কোটি টাকা ছবি পিছু।

বিগ বাজেটের ছবি তৈরি হয় দক্ষিণী সিনেমায়। দক্ষিণের সুপারস্টাররা কত পারিশ্রমিক পান? থালাইভা রজনীকান্তের ‘জেলার’ ৬০০ কোটি ব্যবসা করেছে। রজনীকান্ত ছবি প্রতি পারিশ্রমিক নেন ১২৫ কোটি টাকা। প্রতি ছবিতে ১০৫ কোটির পারিশ্রমিক নেন অজিথ। ৬ দশক ধরে অভিনয় করছেন কমল হাসান। তাঁর পারিশ্রমিকের পরিমাণ ৭৫ কোটি টাকা ছবি পিছু।

কমল হাসানের ‘বিক্রম’ বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত আল্লু অর্জুন প্রত্যেক ছবির জন্য নিচ্ছেন ৮৫ কোটি টাকা। বাহুবলী, সাহো, সালার খ্যাত প্রভাস। প্রভাস নাকি সালারের জন্য নিয়েছেন ১০০ কোটি টাকার পারিশ্রমিক। আরআরআরের জন্য জুনিয়ার এনটিআর নেন ৪৫ কোটি টাকা। তবে তারপর নাকি তাঁর পারিশ্রমিক বেড়ে হয় ১০০ কোটি। ধনুশের পারিশ্রমিক ২৫ থেকে ৩৫ কোটি টাকা। মুখে ১৫ কোটি বললেও শোনা যায়, রামচরণের পারিশ্রমিক নাকি ১০০ কোটি টাকা।