Hiranmoy Maharaj on Shuvendu Adhikari: ‘শেখা উচিত’, শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত হয়েছিলেন হিরন্ময় মহারাজ। শারীরিক হেনস্থা করার পাশাপাশি কেটে নেওয়া হয়েছিল তাঁর জটা। চিকিৎসার প্রয়োজনে এবার কলকাতায় এসেছেন তিনি। আসার সময় হিরন্ময় মহারাজ বলেন, “কেমন রাজনীতির মানুষ হতে হয় তা শুভেন্দুবাবুর কাছে শেখা উচিত।” পাশাপাশি ধর্মের পাশে যিনি দাঁড়ান তিনিই যে আসল রাজনীতিবিদ তা-ও জানান তিনি। আর কী বললেন হিরণ্ময় মহারাজ? দেখুন ভিডিয়ো
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত হয়েছিলেন হিরন্ময় মহারাজ। শারীরিক হেনস্থা করার পাশাপাশি কেটে নেওয়া হয়েছিল তাঁর জটা। চিকিৎসার প্রয়োজনে এবার কলকাতায় এসেছেন তিনি। আসার সময় হিরন্ময় মহারাজ বলেন, “কেমন রাজনীতির মানুষ হতে হয় তা শুভেন্দুবাবুর কাছে শেখা উচিত।” পাশাপাশি ধর্মের পাশে যিনি দাঁড়ান তিনিই যে আসল রাজনীতিবিদ তা-ও জানান তিনি। আর কী বললেন হিরণ্ময় মহারাজ? দেখুন ভিডিয়ো