Hookah Side Effects: ফ্লেভারড হুক্কা শরীরের জন্য মোটেই ক্ষতিকারক নয়!

Hookah Side Effects: ফ্লেভারড হুক্কা শরীরের জন্য মোটেই ক্ষতিকারক নয়!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 02, 2023 | 1:51 PM

Hookah Side Effects: ফ্লেভারড হুক্কা শরীরের জন্য মোটেই ক্ষতিকারক নয়!

পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে হুক্কা পার্লার। পানশালায় ব্যবস্থা থাকে হুক্কার। ফ্লেভারড হুক্কায় এখন মজেছেন ছেলে থেকে বুড়ো সকলেই। বলা হয় ফ্লেভারড হুক্কা শরীরের জন্য মোটেই ক্ষতিকারক নয়। তবে এই হুক্কা সিগারেটের মতই ক্ষতিকারক। এতে যেমন ফুসফুসের ক্ষতি হয় তেমনই হতে পারে ক্যানসারও । একঘন্টা হুঁকো খাওয়া ১০০ টি সিগারেট খাওয়ার সমান। হুক্কায় উপাদান হিসেবে কাঠকয়লা, তামা। পাইপ দিয়ে যখন ধোঁয়া টানা হয় তখন সরাসরি ফুসফুসে সেই ধোঁওয়া যায়। এই ধোঁওয়ার থাকে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড। থাকে অন্যান্য ভারী ধাতুও যা ফুসফুসের ও স্নায়ুর ক্ষতি করে। নিয়মিত ভাবে হুক্কা খেলে ফুসফুসের ক্যানসার, সিওপিডি এবং অন্যান্য সমস্যাও বাড়তে পারে । হুক্কা হার্টের জন্যেও খুব ক্ষতিকারক। হুক্কার ধোঁওয়ার মধ্যে নিকোটিন থাকে। যা হৃদস্পন্দন আর রক্তচাপ বাড়িয়ে দেয়। হৃদরোগ আর স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। হুক্কা আমাদের মুখের স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলে। অতিরিক্ত হুক্কা খেলে মুখের স্বাভাবিক লালাগ্রন্থি শুকিয়ে যায়, মুখ সব সময় শুষ্ক হয়ে থাকে। মুখে দুর্গন্ধ, মাড়ির সমস্যা, মাড়িতে ইনফেকশন, দাঁতে ব্যথা, দাঁতের ক্ষয় এসব তো হয়ই। পাশাপাশি ফুসফুস বা মুখের ক্যানসার, খাদ্যনালী, পাকস্থলী এবং কোলোরেক্টাল ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। হুকার ধোঁয়া সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকারক। হুক্কা থেকে শ্বাসকষ্ট, শ্বাসনালীর রোগ, ফুসফুসের ক্যানসার, হৃদ্‌রোগ হতে পারে। অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে গর্ভপাতের আশঙ্কাও থাকে।

Published on: Apr 02, 2023 01:51 PM