দেখুন কী অবস্থা! ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল ১৫ ফুট রেললাইন
ভয়াবহ বিস্ফোরণ। উড়ে গিয়েছে রেল লাইনের একটা বড় অংশ। লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি। আহত লোকোপাইলট। বিস্ফোরণ এতটাই জোরদার ছিল যে রেললাইনের ১৫ ফুট উড়ে গিয়েছে। পরিষ্কার সামনে এসেছে সেই ছবি। ওই সময়ই ট্র্য়াক দিয়ে আসছিল একটি মালগাড়ি। বিস্ফোরণের জেরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক। অল্প আঘাত পেয়েছেন তিনি।
ভয়াবহ বিস্ফোরণ। উড়ে গিয়েছে রেল লাইনের একটা বড় অংশ। লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি। আহত লোকোপাইলট। বিস্ফোরণ এতটাই জোরদার ছিল যে রেললাইনের ১৫ ফুট উড়ে গিয়েছে। পরিষ্কার সামনে এসেছে সেই ছবি। ওই সময়ই ট্র্য়াক দিয়ে আসছিল একটি মালগাড়ি। বিস্ফোরণের জেরে মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক। অল্প আঘাত পেয়েছেন তিনি। পঞ্জাব পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অনুমান, এই বিস্ফোরণের পিছনে নাশকতা ছক রয়েছে। বিস্ফোরকের মাত্রা কম থাকায় বড়সড় কোনও বিপর্যয় হয়নি।