ভারতের হাতে অত্যাধুনিক Hydrogen Bomb? চাপে একাধিক ইউরোপীয় দেশ!

Nov 06, 2025 | 5:34 PM

Hydrogen Bomb, India: ভারত অত্যাধুনিক হাইড্রোজেন বোমা তৈরির খুব কাছে পৌঁছে গিয়েছে, তার ইঙ্গিত ছিল সিপরির রিপোর্টে। আর ছিল বলেই ইউরোপের বিভিন্ন দেশ এখন টেনশনে পড়ে গিয়েছে। আর তাতে ইন্ধন জুগিয়েছে মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য।

২০২৫ সালের জানুয়ারিতে সিপরির রিপোর্টে সবচেয়ে বড় চমক কী ছিল বলুন তো? সবচেয়ে বড় চমক ছিল ভারত। ভারত অত্যাধুনিক হাইড্রোজেন বোমা তৈরির খুব কাছে পৌঁছে গিয়েছে, তার ইঙ্গিত ওখানে ছিল। আর ছিল বলেই ইউরোপের বিভিন্ন দেশ এখন টেনশনে পড়ে গিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট খোলাখুলি বলেছেন, চিন-রাশিয়া-পাকিস্তান পরমাণু অস্ত্র বাড়িয়েই চলেছে। ওরা লাগাতার পরমাণু পরীক্ষা করছে। তাই আমরাও পরমাণু পরীক্ষা শুরু করব। ইউরোপীয়ান ইউনিয়নের নেতারা কার্যত মেনে নিচ্ছেন, এই একটা ঘোষণাই পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বা সিটিবিটিকে হিমঘরে পাঠিয়ে দিয়েছে। এখন যে কোনও দেশ ইচ্ছে মতো পরমাণু পরীক্ষা করতে পারে। সেক্ষেত্রে পোখরান টু’র মতো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।

Published on: Nov 06, 2025 05:29 PM