৫০১ কোটি খরচে তৈরি ভবন, তাতেও দড়ি টানাটানি…
শনিবার সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানা যাচ্ছে, রাজ্য সরকারের দেওয়া টাকাতেই ওই ভবন তৈরি করা হয়েছে। ৮০ জন বিচারপতি উপস্থিত থাকছেন। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ইতিমধ্যেই পৌঁছেছেন। কিন্তু বিজেপি বলছে, মানুষের দাবিকে মান্যতা দিয়েই ওই ভবন তৈরিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র।
সার্কিট বেঞ্চের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি। তৈরি হয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন। ৫০১ কোটি টাকা খরচে তৈরি হয়েছে ওই ভবন। শনিবার সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানা যাচ্ছে, রাজ্য সরকারের দেওয়া টাকাতেই ওই ভবন তৈরি করা হয়েছে। ৮০ জন বিচারপতি উপস্থিত থাকছেন। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ইতিমধ্যেই পৌঁছেছেন। কিন্তু বিজেপি বলছে, মানুষের দাবিকে মান্যতা দিয়েই ওই ভবন তৈরিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র।
এদিন একদিকে মালদহে যখন সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধনে থাকবেন মমতা।
