Kabir Suman’s Song On Rashid Khan: ওস্তাদ রশিদ খানের স্মরণে কবীর সুমনের গান
Kabir Suman's Song On Rashid Khan: ওস্তাদ রশিদ খানের স্মরণে কবীর সুমনের বাংলা খেয়াল। কবীর লিখলেন - "এসেছিলেন ছেলেবেলায় সবার শহর কলকাতায়। মারা গেলেন না থেকে গেলেন রশিদ খান এ শহরটায়? খোলা আওয়াজের জিম্মাদার গাইতেন ভারী চমৎকার। মারা গেলেই কি অতীত হয়? রশিদ খান শহরময়।"
মাত্র ৫৫ বছর বয়সে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খানের প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। ওস্তাদ রশিদ খানের স্মরণে ঝিঞ্জিট রাগে একটি বাংলা খেয়াল রচনা করলেন কবীর সুমন। গানটি সুমন লিখলেন রশিদ খানের অন্ত্যেষ্টির দিন সকালেই।
রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশে। কিশোর বয়সে ওস্তাদ রশিদ খানের কলকাতায় আসা সঙ্গীত শিক্ষার কারনে। কবীর সুমনের লেখা খেয়াল গানে যেন ওস্তাদ রশিদ খানের জীবনের ঝাঁকিদর্শন। গানে গানে খান দুই প্রশ্ন রাখলেন কবীর সুমন। “মারা গেলেন না থেকে গেলেন, রশিদ খান এ শহরটায়?” মারা গেলেই কি অতীত হয়? “শহরময়” তাঁর রশিদ স্মরণ ছড়িয়ে দিলেন কবীর সুমন।
– গানটির লিরিক এইরকম-
স্থায়ী
এসেছিলেন ছেলেবেলায়
সবার শহর কলকাতায়।
মারা গেলেন না থেকে গেলেন
রশিদ খান এ শহরটায়?
অন্তরা
খোলা আওয়াজের জিম্মাদার
গাইতেন ভারী চমৎকার।
মারা গেলেই কি অতীত হয়?
রশিদ খান শহরময়।