Alia Bhatt Pregnancy: রাহার পর আবারও রণবীর-আলিয়ার সন্তান?
Kareena Kapoor: গত বছরই মা হয়েছেন আলিয়া ভাট। কোল আলো করে এসেছে কন্যা রাহা। সেই রাহাকে বেশিক্ষণ কে কাছে রাখবে, তা নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হয় আলিয়া ও স্বামী রণবীর কাপুরের মধ্যে। এবার এই ঝামেলা থামানোরই উপায় বাতলে দিলেন করিনা কাপুর। তাঁর প্রস্তাব, "আর একবার মা হও আলিয়া। তাহলে দু'জন মিলে দু'জনকে সামলাবে।"
মুম্বইয়ে প্রসেনজিতের ফোঁটা
এবার ভাইফোঁটায় কলকাতায় নেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি রয়েছেন মুম্বইয়ে। তাই দাদাকে ফোঁটা দিতে সেখানে উড়ে গিয়েছেন বোন—অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্য়ায়। জানিয়েছেন, এবার মুম্বইতেই হবে বুম্বাদার ফোঁটা-পর্ব।
ভাইজানের বাজিমাত
দিওয়ালিতে মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘টাইগার থ্রি’। প্রথম দুই দিনেই ছবি ঘরে তুলল ১০১ কোটি টাকা। ভারতের বুকে এই নিয়ে তৃতীয় ছবি যা মাত্র দুই দিনে ১০০ কোটির দরজায় পৌঁছে গিয়েছে। প্রথম দুইয়ে শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’ ছবি স্থান দখল করে রেখেছে।
অক্ষয়ের দিওয়ালি
অক্ষয় কুমারের দিওয়ালি সেলিব্রেশন। নাহ, থাকল না কোনও পার্টি, থাকল না কোনও পরিবারের বিশেষ সেলিব্রেশন, বদলে তিনি এই বিশেষ দিনটা কাটালেন সেনা ঘাঁটিতে। সকলের সঙ্গে আনন্দ করে সেলিব্রেট করলেন দিওয়ালি।
হৃত্বিকের পরিবারের সদস্য সাবা?
হৃত্বিক রোশন ও সাবা আজাদের মধ্যে মধ্যে সম্পর্ক বরাবরই খোলামেলা। বারবার সেই ছবি সামনে উঠে এসেছে। এবারও তার ব্যতিক্রম হল না। দিওয়ালি সেলিব্রেশনে হৃত্বিকের পরিবারের সঙ্গেই সময় কাটালেন সাবা। ছবি শেয়ার করতেই ভক্তমনে উত্তেজনা। প্রশ্ন, ”সাবা কি তবে হৃত্বিকের জীবনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন?”
ফের মা হবেন আলিয়া?
গত বছরই মা হয়েছেন আলিয়া ভাট। কোল আলো করে এসেছে কন্যা রাহা। সেই রাহাকে বেশিক্ষণ কে কাছে রাখবে, তা নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হয় আলিয়া ও স্বামী রণবীর কাপুরের মধ্যে। এবার এই ঝামেলা থামানোরই উপায় বাতলে দিলেন করিনা কাপুর। তাঁর প্রস্তাব, “আর একবার মা হও আলিয়া। তাহলে দু’জন মিলে দু’জনকে সামলাবে।”
‘সন্তান চেয়েছিলাম’
বিয়ে না করেই সইফ আলি খানের সঙ্গে পাঁচ বছর কাটিয়েছিলেন করিনা কাপুর খান। যদিও বছর পাঁচেক যেতেই বিয়ের গুরুত্ব বুঝতে পারেন তাঁরা। করিনার কথায়, “আমরা সন্তান চেয়েছিলাম। নয়তো যেমন ছিলাম, ভালই ছিলাম। মা হতে চেয়েছিলাম বলেই বিয়ে করি।” এই মুহূর্তে করিনা ও সইফের দুই সন্তান: তৈমুর ও জাহাঙ্গীর।
প্রেমিকের সঙ্গে বদ্রীনাথে শেহনাজ়
প্রেমিকের সঙ্গে বদ্রীনাথে কী করছেন শেহনাজ় গিল? সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর শেহনাজ় গিলের মনে নাকি জায়গা করে নিয়েছেন রাঘব জুয়াল। তাঁরা নাকি প্রেম করছেন। যদিও এই খবরকে ফুৎকারে উড়িয়েছেন দুই তারকাই। এবার তাঁদের পাওয়া গেল বদ্রীনাথে। তা হলে কি প্রেমের গুঞ্জনই সঠিক? তার উপর নিজ-নিজ সামাজিক মাধ্যমে বদ্রীনাথের ছবিও পোস্ট করেছেন দু’জন। তাতে আরও জোরাল হয়েছে সম্পর্কের রটনা।
বাদশাহ-ম্রুণালের প্রেম?
হাতে হাত ধরে শিল্পা শেট্টির দীপাবলির পার্টিতে গিয়েছিলেন বাদশাহ এবং ম্রুণাল ঠাকুর। তাঁরা নাকি প্রেম করছেন। কিন্তু এ ব্য়াপারে কেউই কোনও কথা বলেননি। কিন্তু এবার মুখ খুললেন বাদশাহ। অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মজা করে বাদশাহ বলেছেন, “প্রিয় ইন্টারনেট, আপনাদের হতাশ করার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা যা ভাবছেন, তেমন কিছু একেবারেই ঘটেনি।”
বাঙালিকে অপমান ভারতীর!
বিগ বস-এর ঘরে স্বামী হর্ষ লিম্বাচিয়াকে নিয়ে এসেছিলেন কমেডিয়ান ভারতী সিং। সেখানেই প্রতিযোগী ঐশ্বর্য শর্মার উদ্দেশে ভারতীর প্রশ্ন, “তোমার কোন মিষ্টি পছন্দ?” ঐশ্বর্য শর্মার উত্তর, “বাঙালিদের মিষ্টি, সন্দেশ।” তাঁকে ভেঙিয়ে আবার প্রশ্ন ভারতীর, “কোন ভারতীয় মিষ্টি পছন্দ?” এই ক্লিপ ভাইরাল হতেই বাঙালিদের একটা বড় অংশের প্রশ্ন, “পশ্চিমবাংলার বাঙালিরা কি ভারতের বাইরে? নাকি সন্দেশকে মিষ্টি হিসেবে স্বীকৃতি দিতেই নারাজ ভারতী?”