Kali Puja 2023: গত ৭ বছর ধরে এক থিম!
Jalpaiguri Kali Puja 2023: অন্ধকার নামতেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় "ভয় মহল"। সমস্ত জীবন্ত ভূত গুলির অভিনয় করে থাকেন ক্লাবের ক্ষুদে সদস্য-সহ স্থানীয়রা। বাইরে থেকে কোন আলোকসজ্জা বা মণ্ডপ শয্যার ব্যবস্থা করা হয় না। কারণ খুবই স্বল্প বাজেটেই উপস্থাপন করা হয় এই থিম।
জলপাইগুড়ি: ভয় মহলে গেলে আপনি এক হাড় হিম করা ভৌতিক পরিবেশের সাক্ষী থাকবেন। এখানকার আলো আঁধার পরিবেশে ভয়াবহ সব জীবন্ত ভৌতিক মডেলদের দেখতে পাবেন। ক্লাবের পক্ষ থেকে আলো আঁধারি পরিবেশে সঙ্গে বিভিন্ন ভৌতিক আওয়াজ দিয়ে একটি রোমহর্ষক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যেখানে আপনি জীবন্ত ভূত, পেত্নী দের আজব কাণ্ডকারখানা দেখে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আর এর সঙ্গে দেখতে পাবেন অত্যন্ত জ্যান্ত কালী ঠাকুর।
অন্ধকার নামতেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় “ভয় মহল”। সমস্ত জীবন্ত ভূত গুলির অভিনয় করে থাকেন ক্লাবের ক্ষুদে সদস্য-সহ স্থানীয়রা। বাইরে থেকে কোন আলোকসজ্জা বা মণ্ডপ শয্যার ব্যবস্থা করা হয় না। কারণ খুবই স্বল্প বাজেটেই উপস্থাপন করা হয় এই থিম।
ক্লাবের সহ-সভাপতি সঞ্জয় সরকার বলেন শহরের পাশাপাশি সংলগ্ন বিভিন্ন এলাকার থেকে মানুষ আমাদের থিম এখানে দেখতে আসেন। তারা যথেষ্টই আনন্দ পান। আমরা বিগ বাজেটের পূজো গুলির গতানুগতিক থিমের বাইরে গিয়ে ক্লাব ও এলাকার মানুষের তৈরি এই থিম দর্শনার্থীদের মধ্যে যে যথেষ্ট সাড়া পড়েছে। প্রথমবার আমরা খুব ছোট করে শো করেছিলাম। আস্তে আস্তে একটু বড় করে করার চেষ্টা করা হচ্ছে। মানুষের মুখে এই শো এতটাই ছড়িয়ে পড়েছে যে জেলার বাইরে থেকে এবার দর্শনার্থী আসতে শুরু হয়েছে। ভিড় সামলাতে আমরা হিমসিম খাচ্ছি।