তৃণমূল MLA-র বাড়ির নীচে রমরমিয়ে মধুচক্র? যা জানা গেল
অভিযোগকারী তৃণমূল নেতা বলেন, “আলিফা আহমেদের বাড়ির ঠিক নীচে মধুচক্র চলছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। স্কুল-কলেজের মেয়েরাও এর সঙ্গে জড়িত।" তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক আলিফা আহমেদ। তাঁর দাবি, পুরোটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁর দাবি, তাঁর বাড়ির নীচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ আছে। সেখানে একজন মহিলা এসেছিলেন। কোনও একটা বিষয়ে কথা কাটাকাটির জেরেই পুলিশ গিয়েছিল বলে দাবি করেছেন তিনি।
কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়কের বাড়ির নীচে রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমের উপর হামলা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ তুলেছে তৃণমূলেরই এক নেতা।
অভিযোগকারী তৃণমূল নেতা বলেন, “আলিফা আহমেদের বাড়ির ঠিক নীচে মধুচক্র চলছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। স্কুল-কলেজের মেয়েরাও এর সঙ্গে জড়িত।” তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক আলিফা আহমেদ। তাঁর দাবি, পুরোটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।
তাঁর দাবি, তাঁর বাড়ির নীচে একটি ফ্যামিলি রেস্তোরাঁ আছে। সেখানে একজন মহিলা এসেছিলেন। কোনও একটা বিষয়ে কথা কাটাকাটির জেরেই পুলিশ গিয়েছিল বলে দাবি করেছেন তিনি।
