Siliguri: শিল্পের জন্য বরাদ্দ জমিতে মহাকাল মন্দির? শিলিগুড়িতে বিতর্ক
Mahakal Temple: যে জমিতে এই মহাকাল মন্দির তৈরির কথা তার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা। কিন্তু তাই মাত্র ১ টাকার লিজে দেওয়া হয়েছে বলে খবর। অশোক ভট্টাচার্যের প্রশ্ন, মন্দির তৈরি করা আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে? আমাদের তো স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে জোর দেওয়ার কথা।
শিলিগুড়ি: শিল্পের জমিতে মহাকাল মন্দির কেন? শিলিগুড়িতে প্রশ্ন তুলছে বিরোধীরা। প্রশ্ন তুলছে সিপিএম থেকে বিজেপি। সরব হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তা নিয়েই চাপানউতোর উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে। যে জমিতে এই মহাকাল মন্দির তৈরির কথা তার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা। কিন্তু তাই মাত্র ১ টাকার লিজে দেওয়া হয়েছে বলে খবর। অশোক ভট্টাচার্যের প্রশ্ন, মন্দির তৈরি করা আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে? আমাদের তো স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে জোর দেওয়ার কথা।
