Mamata Banerjee: I-PAC কর্ণধারের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরলেন মমতা, কী আছে সেই ফাইলে?
Mamata Banerjee, I-PAC: আগামী ২০২৬-এর নির্বাচনের আগে নজিরবিহীন ঘটনা। ইডির তল্লাশির অভিযানের মধ্যেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে একটা সবুজ ফাইল নিয়ে বেরলেন মুখ্যমন্ত্রী। বেরিয়েই তিনি তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি।
সকাল সকাল আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানা। বেলার দিকে প্রতীক জৈনের বাড়িতে প্রথমে পৌছন কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়বত রায়। তারপর পৌছন কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা। আর তারপর সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ২০২৬-এর নির্বাচনের আগে নজিরবিহীন ঘটনা। ইডির তল্লাশির অভিযানের মধ্যেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে একটা সবুজ ফাইল নিয়ে বেরলেন মুখ্যমন্ত্রী। বেরিয়েই তিনি তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি। তারপর তিনি জানালেন, তিনি সেক্টর ফাইভের আইটি অফিসেও যাবেন।
Published on: Jan 08, 2026 01:12 PM

