AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamamta Banerjee in Gangasagar: গঙ্গাসাগর পরিদর্শনে গিয়ে ১৭০০ কোটি টাকার সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

Mamamta Banerjee in Gangasagar: গঙ্গাসাগর পরিদর্শনে গিয়ে ১৭০০ কোটি টাকার সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

Avra Chattopadhyay

|

Updated on: Jan 05, 2026 | 11:35 AM

Share

New Gangasagar Bridge: রাজ্য়ের খরচেই তৈরি হতে চলেছে চার লেন বিশিষ্ট ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ সেতু। যার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। খরচ হতে চলেছে প্রায় ১৬৭০ কোটি টাকা। এই সেতু সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে অপর প্রান্তে থাকা কচুবেড়িয়া হয়ে যাবে কয়েক মিনিটের পথ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দুপুর আড়াইটে নাগাদ রয়েছে এই শিলান্যাস কর্মসূচি। তার আগে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, রাজ্য়ের খরচেই তৈরি হতে চলেছে চার লেন বিশিষ্ট ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ সেতু। যার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। খরচ হতে চলেছে প্রায় ১৬৭০ কোটি টাকা। এই সেতু সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে অপর প্রান্তে থাকা কচুবেড়িয়া হয়ে যাবে কয়েক মিনিটের পথ। ফলত গঙ্গাসাগরে যাওয়া পূর্ণ্যার্থী, পর্যটক ও সাগর দ্বীপের ৪৩টি গ্রামে বসবাসকারী মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।