Marriage News: পাত্র পাত্রীর নাম শুনলে চমকে যাবেন!

Marriage News: পাত্র পাত্রীর নাম শুনলে চমকে যাবেন!

rahul Sadhukhan

|

Updated on: Jan 08, 2024 | 4:19 PM

পাত্র পাত্রীর নাম শুনলে চমকে যাবেন! দেশের এক বিখ্যাত দম্পতির বিয়েতে খরচ হয় মাত্র ৮০০ টাকা। সাদামাটা সেই অনাড়ম্বর বিয়ের গল্পই শুনুন এই ভিডিয়োয়।

বিয়ে বর্তমানে দেশের চতুর্থ বৃহত্তম ইন্ডাস্ট্রি। আজকাল আখচার বিখ্যাতদের বিয়েতে ডেসটিনেশন ওয়েডিং কথাটা শোনা যায়। এর নিরিখে যদি শোনেন কারও বিয়ের মোট খরচ মাত্র ৮০০ টাকা তাহলে? ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তির বিয়েতে খরচ হয় মাত্র ৮০০ টাকা।

নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির বিয়েতে ছিল না কোনও আড়ম্বর। অত্যন্ত সাদামাটা ও সাধারণভাবে বিয়ে হয় তাঁদের। ১৯৭৮ এর এই বিয়েতে উপস্থিত ছিলেন মূর্তি পরিবারের ছয় সদস্য। তাছাড়াও ছিলেন নারায়ণ মূর্তির পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। বাড়ির কাছেই রাঘবেন্দ্র স্বামী মন্দিরে বিয়ে করেন ইনফোসিস কর্তা ও তাঁর স্ত্রী।

তাই সুধা বিয়ের সিদ্ধান্ত নেন খুব ভেবেচিন্তে। বিয়ের সময়ে সুধাকে জানতে চাওয়া হয় হয় তিনি কি নেবেন শাড়ি না মঙ্গলসূত্র? ৩০০ টাকার মঙ্গলসূত্র বেছে নেন সুধা মূর্তি।