Humayun Kabir: নমাজ পড়তে গিয়ে ‘চটে লাল’ হুমায়ুন! শুনতে হল, ‘গো-ব্যাক…’
Humayun Kabir News: ইজতেমাস্থলে গিয়ে হেনস্থার মুখে পড়েছেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তাঁকে ঘিরে চলল গো-ব্য়াক স্লোগান। তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করালেন হুমায়ুন। যদিও তৃণমূলের দাবি, এসবের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।
হুগলি: ইজতেমাস্থলে গিয়ে হেনস্থার মুখে পড়েছেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তাঁকে ঘিরে চলল গো-ব্য়াক স্লোগান। তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করালেন হুমায়ুন। যদিও তৃণমূলের দাবি, এসবের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।
হুগলীর দাদপুরে চলছে বিশ্ব ইজতেমা অনুষ্ঠান। হুমায়ুন জানিয়েছেন, সেখানেই নমাজ পড়তে গিয়েছিলেন তিনি। কিন্তু ঢোকার মুখেই মহেশ্বরপুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরে দাদপুরের যে অঞ্চলে ওই ধর্মীয় অনুষ্ঠান চলছে, সেখানে গিয়েও বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন। তৃণমূলের দাবি, সবটাই মিথ্যা।
