বাংলায় শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধ পরিকর কমিশন

সৌরভ পাল

|

Updated on: Mar 24, 2021 | 4:28 PM

পশ্চিমবঙ্গে ভোটের ঠিক আগেই ভোট পূর্বের অবস্থার পর্যালোচনা করতে সাংবাদিক বৈঠক করা হল নির্বাচন কমিশনের তরফে।

সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশন সুনীল অরোরা। বাংলায় শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধ পরিকর কমিশন, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, এবার রাজ্যের সব ভোটগ্রহণ কেন্দ্রই হবে এক তলায়। ভোট পর্যালোচনায় থাকবেন ৫৪ জন পুলিশ পর্যবেক্ষক।

[embedyt] [/embedyt]