Murshidabad: কখনও পুকুর পাড়, কখনও বা বাঁশ বাগান! মুর্শিদাবাদে বোমার পাহাড়
Murshidabad Bomb: রানিতলা থানার অন্তর্গত এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে ৩০টি সকেট বোমা। অন্যদিকে, ডোমকল থানা সংলগ্ন এলাকায় রাস্তার পাশের একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হয়েছে ২৫টি সকেট বোমা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মুর্শিদাবাদ: উদ্ধার সকেট বোমা। মুর্শিদাবাদে দু’টি থানা এলাকা থেকে ৫০-এর বেশি বোমা উদ্ধার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিতলা থানার অন্তর্গত এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয়েছে ৩০টি সকেট বোমা। অন্যদিকে, ডোমকল থানা সংলগ্ন এলাকায় রাস্তার পাশের একটি বাঁশ বাগান থেকে উদ্ধার হয়েছে ২৫টি সকেট বোমা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বোমস্কোয়াড। বোমাগুলিকে নিস্ক্রিয় করেছে তাঁরা। কিন্তু একদিকে যখন দুয়ারে নির্বাচন সেই আবহে এত পরিমাণ বোমা উদ্ধার মোটেই ঠিক চোখে দেখছেন না পুলিশ কর্মীরা। এমনকি এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার হয়নি বলেই জানিয়েছে পুলিশ।
Published on: Dec 10, 2025 05:56 PM
