নামানো হল ‘ডেডবডি’! পিকনিক করতে গিয়ে কী ঘটল
এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাঁরা ঘটনাস্থলে থাকা সকলকে আটকে রেখে সোনারপুর থানায় খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তির দেহ শক্ত হয়ে গেলেও যুবকরা অস্বীকার করেন। তাঁরা দাবি করেন, ওই ব্যক্তি জীবিত আছেন, চোখে-মুখে জল দিতে এসেছেন। পরে পুলিশ গিয়ে সেই মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
পিকনিকেই রহস্যমৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া এলাকার ঘটনা। অভিযোগ, পিকনিকে আসা এক ব্যক্তির মৃত্যু হলে তাঁর দেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন সঙ্গীরা। স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন তাঁদের। তাঁদের তৎপরতায় বিষয়টি সামনে আসে। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তাঁরা ঘটনাস্থলে থাকা সকলকে আটকে রেখে সোনারপুর থানায় খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তির দেহ শক্ত হয়ে গেলেও যুবকরা অস্বীকার করেন। তাঁরা দাবি করেন, ওই ব্যক্তি জীবিত আছেন, চোখে-মুখে জল দিতে এসেছেন। পরে পুলিশ গিয়ে সেই মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
Published on: Jan 12, 2026 05:49 PM
Latest Videos
