সিঙ্গুরের সেই জমিতে যাবেন মোদী!
আগামী ১৭ জানুয়ারি মালদহে সভা করবেন মোদী। এরপর ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করার কথা ছিল। তবে সেই সভা নিয়ে আবদার করে গেরুয়া শিবিরের। রাজ্যের শীর্ষ নেতৃত্ব চায়, হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরেই জনসভা করা হোক। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই সিঙ্গুরে বাড়তি জোর গেরুয়া শিবিরে। তাই সেই মর্মে মোদীর সভাও ওই সিঙ্গুরেই চান তাঁরা।
বাংলা ছেড়ে টাটা চলে গিয়েছিল গুজরাটে। তৈরি হয়েছিল ছোট গাড়ি ন্যানো। সেই কারখানার জমির উপর দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। এবার সেই জমিতেই যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
আগামী ১৭ জানুয়ারি মালদহে সভা করবেন মোদী। এরপর ১৮ জানুয়ারি হাওড়ায় সভা করার কথা ছিল। তবে সেই সভা নিয়ে আবদার করে গেরুয়া শিবিরের। রাজ্যের শীর্ষ নেতৃত্ব চায়, হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরেই জনসভা করা হোক। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই সিঙ্গুরে বাড়তি জোর গেরুয়া শিবিরে। তাই সেই মর্মে মোদীর সভাও ওই সিঙ্গুরেই চান তাঁরা। শুধু সিঙ্গুরে নয়, যে জমিতে কারখানা হওয়ার কথা ছিল, সেই জমিতেই সভা করতে পারে বিজেপি। মকর সংক্রান্তির পর মোদীর সভার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
I-PAC-এর অফিসে মমতা, উপর থেকে নামল 'সরকারি ফাইল', কী আছে তার মধ্যে?
মোটা-মোটা ফাইল তোলা হচ্ছে গাড়িতে,কী এমন আছে তাতে?
পার্থর বান্ধবী অর্পিতার মতো কারও বাড়িতে ৫১ কোটি পাবে না: শুভেন্দু
I-PAC কর্ণধারের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরলেন মমতা, কী আছে তাতে?

