Mamata Banerjee: নেতাজি বেঁচে থাকলে তাঁকেও ডেকে পাঠাত কমিশন: মমতা
তৃণমূলের তরফে সেই প্রক্রিয়ার বিরোধিতা করে কমিশন পর্যন্ত গিয়েছে তৃণমূল। এদিন নেতাজির জন্মজয়ন্তীতেও মমতার মুখে সেই ইস্যু। যদিও তাঁর কথায়, “আমি কোনও রাজনীতির কথা বলছি না। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি। আমাদের আজ লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সঙ্গে। মানুষকে লড়াই করতে হচ্ছে দানবের সঙ্গে। আজ ভাবছ ক্ষমতায় আছ। কিন্তু কাল ক্ষমতায় যখন থাকবে না, তখন পালাতে হবে।” তিনি আরও বলেন, " নেতাজি বেঁচে থাকলে তাঁকেও ডেকে পাঠাত কমিশন।"
তৃণমূলের তরফে সেই প্রক্রিয়ার বিরোধিতা করে কমিশন পর্যন্ত গিয়েছে তৃণমূল। এদিন নেতাজির জন্মজয়ন্তীতেও মমতার মুখে সেই ইস্যু। যদিও তাঁর কথায়, “আমি কোনও রাজনীতির কথা বলছি না। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি। আমাদের আজ লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সঙ্গে। মানুষকে লড়াই করতে হচ্ছে দানবের সঙ্গে। আজ ভাবছ ক্ষমতায় আছ। কিন্তু কাল ক্ষমতায় যখন থাকবে না, তখন পালাতে হবে।” তিনি আরও বলেন, ” নেতাজি বেঁচে থাকলে তাঁকেও ডেকে পাঠাত কমিশন।”
Published on: Jan 23, 2026 07:55 PM