Aishwarya Rai Bachchan: পাশে দাঁড়িয়ে থাকা অভিষেককে চিনলেন না ঐশ্বর্য, তবে কি…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 11, 2023 | 5:46 PM

Abhishek Bachchan: অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দাকে ‘দ্য আর্চিজ়’-এর জন্য শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন মামি ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা অভিষেক বচ্চনকে যেন তিনি চিনতেই পারলেন না। ভিডিয়ো দেখে নেটিজ়েনদের দাবি, 'বিবাহ বিচ্ছেদ অনেক আগেই হয়ে গিয়েছে'।

‘পুষ্পা ২’-র শুটিং বন্ধ
বেশ কিছুদিন ধরেই ‘পুষ্পা ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা আল্লু অর্জুন। তবে গত চারদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। থমকে যায় ছবির কাজ। এখন অনেকটা ভাল আছেন বলেই খবর। যদিও কবে শুট শুরু হচ্ছে, তা নিয়ে নিশ্চিত কোনও এখনও মিলছে না। ফলে ভক্ত মনে উদ্বেগ তুঙ্গে।

কটাক্ষের শিকার ঐশ্বর্য
রাতপার্টিতে মেয়ের হাত ধরে পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানেই আরাধ্যাকে খানিকটা নাচতে দেখা গেলেও তাকে কৌশলে থামিয়ে দেন ঐশ্বর্য। এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ার প্রশ্ন, মেয়েকে একটু ছাড়ুন, নয়তো বড় হবে কীভাবে?

বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে?
অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে ‘দ্য আর্চিজ়’-এর জন্য শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন মামি ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা অভিষেক বচ্চনকে যেন তিনি চিনতেই পারলেন না। ভিডিয়ো দেখে নেটিজ়েনদের দাবি, ‘বিবাহ বিচ্ছেদ অনেক আগেই হয়ে গিয়েছে’।

মুম্বইয়ের রাস্তায় ‘মাতাল’ সানি
মঙ্গলবার অনেক রাতে ‘মদ্যপ’ সানি দেওলকে দেখা যায়। ভিডিয়োটি পোস্ট করেছেন এক X-ব্যবহারকারী। নিন্দুকেরা একদিকে যেমন তুলোধনা করেছেন সানিকে, অন্য়দিকে তাঁর অনুরাগীরা বলেছেন, অপ্রকৃতস্থ নয়, ‘সফর’ নামের একটি ছবিতে অভিনয় করছেন সানি এবং সেই ছবিরই শুটিংয়ের দৃশ্য সেটি।

করণের আক্ষেপ
কফি উইথ করণ শো-এ দেখা মিলছে না শাহরুখ খানের। বন্ধু আজ ডাকে সাড়া দিচ্ছেন না। খারাপ লাগে না? করণ জোহরকে প্রশ্ন করতেই তিনি উত্তর দিলেন, “না, ওর যখন মনে হবে কথা বলতে চায়, ও তখন ঠিক নিজেই আসতে চাইবে।”

কেন জ্যোতিষচর্চা ছেড়েছিলেন দীপঙ্কর দে?
টলিপাড়ার জনপ্রিয় জ্যোতিষী অভিনেতা দীপঙ্কর দে। সত্যজিৎ রায়ের পরিবার থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী… সকলের ভাগ্যগণনা করেছিলেন তিনি। একটা সময় ছেড়ে দিয়েছিলেন ছক দেখা। তার মনে হতে শুরু করে জ্যোতিষবিদ্যার মধ্যে নেই কোনও বিজ্ঞান। এই মুহূর্তে পদার্থ বিদ্যা, বিজ্ঞানের নানা বিষয় নিয়ে পড়াশোনা করেন দীপঙ্কর।

দোলনের আক্ষেপ
খুব ইচ্ছা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সলমন খানের সঙ্গে ছবি তুলে নিজের বসার ঘরে সেটা সাজিয়ে রাখবেন। কিন্তু সলমনের কাছাকাছি যেতেই পারেননি অভিনেত্রী দোলন রায়। আপেক্ষের কণ্ঠে বলেছেন, “আমার খুব লজ্জা লাগে।”

সমবয়সি শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক দীপঙ্করের?
দীপঙ্কর দের বয়স ৭৮। তাঁর শাশুড়ি অর্থাৎ স্ত্রী অভিনেত্রী দোলন রায়ের মায়ের বয়স ৮৪। প্রথম-প্রথম অম্লমধুর সম্পর্ক ছিল দু’জনের। কিন্তু এখন নির্ভরতার সম্পর্ক তৈরি হয়েছে তাঁদের মধ্যে। দোলন জানিয়েছেন, এই জায়গাটা দীপঙ্করই তৈরি করে নিয়েছেন।

অনুপম-পিয়ার বিয়ের তারিখ
বিয়েটা টিকে থাকলে আজই ৮ বছর পূর্ণ হত অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ের। কিন্তু দুই তারকার পথ আলাদা হয়েছে। পিয়া এখন অনুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করে মধুচন্দ্রিমায় ব্যস্ত ডাবলিনে। অন্যদিকে গানে মন বসিয়েছেন অনুপম।

Published on: Dec 06, 2023 08:25 PM
Vidyasagar Setu News:বড় বদল বিদ্যাসাগর সেতুর যান চলাচলে
BJP Celebrations on Assembly Election: ৩ রাজ্যে বিজেপির জয়ে বিজেপি নেত্রীর অভিনব উৎসব
Vidyasagar Setu News:বড় বদল বিদ্যাসাগর সেতুর যান চলাচলে
BJP Celebrations on Assembly Election: ৩ রাজ্যে বিজেপির জয়ে বিজেপি নেত্রীর অভিনব উৎসব