BJP Celebrations on Assembly Election: ৩ রাজ্যে বিজেপির জয়ে বিজেপি নেত্রীর অভিনব উৎসব
BJP Celebrations on Assembly Election: দেশের তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয়ের পরে প্রধানমন্ত্রীর ঘোষণা, এই জয় নারীশক্তির। বঙ্গ বিজেপির মহিলা সদস্যরা সেই সেলিব্রেশনে মাতলেন 'বোনফোঁটা' উৎসবে।
সম্প্রতি দেশের তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয়ের পরে প্রধানমন্ত্রীর ঘোষণা, এই জয় নারীশক্তির। বঙ্গ বিজেপির মহিলা সদস্যরা সেই সেলিব্রেশনে মাতলেন ‘বোনফোঁটা’ উৎসবে।
মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড় তিন রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর নারী শক্তির কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আর বঙ্গ বিজেপির নেত্রী বৈশালি ডালমিয়া দিয়েছেন ও নিয়েছেন বোন ফোঁটা। নারীশক্তির প্রকাশ এবং বিকাশের কথা প্রচার আর প্রসারের জন্যই এই বোন ফোঁটার আয়োজন। বিগত কয়েক বছর ধরেই হচ্ছে বোন ফোঁটা।
ভাইফোঁটার দিন নয়, প্রতি বছরই ভাইফোঁটার বেশ কিছুদিন পর একটি রবিবার দেখে পালন করা হয় এই বোন ফোঁটা। হ্যাঁ। বোনদের মধ্যে ছিলেন অ্যাসিড আক্রান্ত বোনরাও। তাঁদেরও ফোঁটা দেন অন্য বোনরা।