Saraswati River: এমন নদী আছে ভারতে, যা দেখা যায় না

TV9 Bangla Digital | Edited By: Nandan Paul

Dec 07, 2023 | 2:52 PM

আমাদের দেশ নদীমাতৃক। কিন্তু এই নদী মাতৃক দেশে রয়েছে এমন এক নদী, যা খালি চোখে দেখা যায় না। যেই নদীর নাম পাওয়া গিয়েছিল হরপ্পা সভ্যতার আমলেও।

সরস্বতী নদীর প্রবাহ অন্তঃসলিলা। অর্থাৎ মাটির নীচ দিয়ে প্রবাহিত হয় সরস্বতী। ঋক বেদে উল্লেখ আছে এই নদীর। পুণ্যতোয়া সরস্বতী কেশব প্রয়াগে মাটির ওপরে উঠে আসে। কেশব প্রয়াগ হল গঙ্গা, যমুনা ও সরস্বতীর নদীর মিলন স্থল।

ইসরোর (ISRO) এক গবেষণায় জানা যায় পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের ভূগর্ভ দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। হরপ্পা সভ্যতায়ও ছিল এই নদী সেই রকমের প্রমাণও মিলেছে। ভারত ও চীনের সীমান্তে উত্তরাখণ্ডের শেষ গ্রাম মানাতে গেলে এখনও দেখা যায় সরস্বতী নদীকে।

মানা থেকে বদ্রীনাথ পর্যন্ত মাত্র ৫ কিলোমিটার এই নদী মাটির ওপর দিয়ে প্রবাহিত হয়। সেখান থেকে সরস্বতী অলকানন্দা নদীর সঙ্গে মিশে গিয়ে অন্তঃসলিলা রূপে প্রবাহিত হয়। পুরান মতে গণেশের অভিশাপে সরস্বতী নদী অন্তঃসলিলা হয়ে যায়।