Tollywood: বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন, দেখা যাবে না পছন্দের সিরিয়াল?

বর্তমানে যা পরিস্থিতি, তাতে চ্যানেল পাল্টেও নতুন কিছু পাওয়ার সম্ভাবনা কম। কিছু সিরিয়াল রিয়ালিটি শোয়ের কয়েক দিনের এপিসোড ব্যাঙ্কিং করা আছে। কিন্তু যদি সমস্যার সামাধান দ্রুত না হয় তাহলে থমকে যাবে টিভির পর্দা।

Tollywood: বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন, দেখা যাবে না পছন্দের সিরিয়াল?
| Edited By: | Updated on: Jul 29, 2024 | 8:50 PM

ডি ডি বাংলা, দুরদর্শন বাংলা। এই চ্যানেলেই একটা অনুষ্ঠান হত। নাম ক্যামেরা চলছে। কিন্তু বর্তমান অবস্থা বলছে ক্যামেরা বন্ধ। সপ্তাহের প্রথম দিনই থমকে বাংলার বিনোদন ইন্ডাস্ট্রি। ফেডারেশন ও গিল্ডের বিতর্কে ক্যামেরা রোল হচ্ছে না। কেন? কী সমস্যা? কী ভাবে মিটবে এই সমস্যা? কী বলছে সব পক্ষ?

গত কয়েক দিন থেকেই টলিউড সরগরম রাহুল মুখপাধ্যায় নামটা নিয়ে। একজন ডিরেক্টর। যিনি বিতর্কের কেন্দ্রে। তিনি বাংলাদেশে গিয়ে শুটিং করেছেন টলিউডে ফেডারেশনের নিয়ম না মেনে। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কিন্তু কয়েক ঘণ্টা এগোতেই যে চিত্রটা সামনে এল তাতে একটা বিষয় পরিস্কার। রাহুল মুখপাধ্যায় ও তাকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক আসলে একটা উপলক্ষ্য মাত্র। বেশ কিছু দিন থেকেই ছাই চাপা আগুনের মত বিষয়টা চাপা পরে ছিল। রাহুল মুখোপাধ্যায় পর্বে সেটা সামনে নিয়ে এল। বিতর্কটা আসলে নীতি নিয়ে। বিতর্কটা নিয়ম নিয়ে।

সোমবার প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকতে বসেছিলেন পরিচালক, প্রযোজকরা। বৈঠকে শেষ সবার মুখে একই কথা। কেউ টেকনিশিয়ানদের বিরুদ্ধে নয়। কেউ কা বন্ধের বিরুদ্ধে নয়। সবাই চান সমাধান। সেটাই যদি হবে তাহলে সপ্তাহের প্রথম কাজেরদিন কেন বন্ধ থাকল টলিপাড়া। কেন জ্বলল না আলো? কেন শোনা গেল না? লাইট ক্যামেরা অ্যাকশন?

Follow Us: