উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বিএলও-র বাড়িতে ইট ছোড়া হয়। দরজায় লাথি মেরে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মানব চন্দ্র নামে ওই বিএলও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। খড়দহ থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নাম বাদ দেওয়ার আশঙ্কাতেই হামলা চালানো হয়েছে তাঁর উপর। গতকালই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, "বিএলও-রা হুমকির মুখে আছেন। এটা একটা সিরিয়াস বিষয়। বিএলও-দের নিরাপত্তা দিতে হবে।" এরপরও বিএলওর উপর হামলার ঘটনা নিতান্তই তাৎপর্যপূর্ণ।