Cooch behar: ‘বাচ্চাটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই’, মুখ খুললেন প্রত্যক্ষদর্শী মহিলা

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 25, 2026 | 6:17 PM

এখন এই অভিযুক্ত ওই নাবালিকাকেও খুনের হুমকি দিচ্ছে। প্রত্যক্ষদর্শী  মহিলা বলেন, "মেয়েটাকে আমিই বাঁচিয়েছিলাম। বাচ্চাটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই। এরপর দেখি সামনে একটা দা রয়েছে। মেয়েটাকে হুমকি দেওয়া হয়েছিল। আমি ওকে উদ্ধার করে বাবা-মাকে বলে বাড়ি চলে আসি।"

নদীপাড়ে গিয়ে ধর্ষণের শিকার এক নাবালিকা। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এই ঘটনায় একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে। নির্যাতিতা নাবালিকার অভিযোগ, এই অভিযুক্ত ব্যক্তি তাঁর দিদিকেও যৌন নির্যাতন করেছিল। তারপর তার দিদির রহস্য মৃত্যু হয়। এখন এই অভিযুক্ত ওই নাবালিকাকেও খুনের হুমকি দিচ্ছে। প্রত্যক্ষদর্শী  মহিলা বলেন, “মেয়েটাকে আমিই বাঁচিয়েছিলাম। বাচ্চাটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই। এরপর দেখি সামনে একটা দা রয়েছে। মেয়েটাকে হুমকি দেওয়া হয়েছিল। আমি ওকে উদ্ধার করে বাবা-মাকে বলে বাড়ি চলে আসি।”