Oudh 1590 Biryani: নতুন রূপে, নতুন ভাবে, নতুন সাজে আউধ

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 11, 2024 | 12:15 PM

ভাল মানের বিরিয়ানি ও খাবার পরিবেশন করে গত ১০ বছরে ইতিমধ্যেই বাঙালির মনে বিশেষ জায়গা করে নিয়েছে আউধ। তাই আগামী বছরগুলোয় বাড়তি কিছু গ্রাহকদের সামনে তুলে ধরতে চায় সংস্থা। শুধু সাজ বদল নয়, স্বাদ বদল করে মন জয় করাই তাঁদের লক্ষ্য। সেজন্য নতুন সাজে নতুন নতুন খাবারের পদ নিয়ে এবার হাজির।

ভাল মানের বিরিয়ানি ও খাবার পরিবেশন করে গত ১০ বছরে ইতিমধ্যেই বাঙালির মনে বিশেষ জায়গা করে নিয়েছে আউধ। তাই আগামী বছরগুলোয় গ্রাহকদের সামনে আরও বাড়তি কিছু তুলে ধরতে চায় সংস্থা। শুধু সাজ বদল নয়, স্বাদ বদল করে মন জয় করাই তাদের লক্ষ্য। সেজন্য নতুন সাজে নতুন নতুন খাবারের পদ নিয়ে এবার হাজির আউধ ১৫৯০।

১০ বছর আগে আউধের যাত্রা শুরু হয় দেশপ্রিয় পার্ক শাখা থেকে। সেই নষ্টালজিয়াকে ধরে রাখতেই নতুন ভাবে দেশপ্রিয় পার্কের এই শাখা থেকেই আগামীর পথ চলা শুরু করলেন তাঁরা।

Published on: Jul 11, 2024 11:58 AM