রাত তখন ৩টে, সবাই ঘুমে আচ্ছন্ন, বাড়ির ছাদে যে এই ঘটনা ঘটবে…
পার্ক সার্কাসের লোহাপুল সংলগ্ন একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরে ছাদের একাংশ ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। মালিকের বিরুদ্ধে অভিযোগ, বারবার ভাড়াটিয়ারা অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। বিপজ্জন পরিস্থিতি ওই বাড়ির। কড়েয়া থানার পুলিশ খতিয়ে দেখছে।
পার্ক সার্কাসের লোহারপুলের পাশেই এই তিন তলা বাড়ি। যার নীচের তলায় পরিবারের সঙ্গে থাকতেন বৃদ্ধা রাবিয়া খাতুন। রবিবার রাতে আচমকা সেই জরাজীর্ণ বাড়ির এক তলার ছাদের চাঙড় ভেঙে পড়ে। গুরুতর আহত হন নীচের তলার ঘরে শুয়ে থাকা ওই বৃদ্ধা-সহ ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য। এরপর তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বৃদ্ধাকে বাঁচানো সম্ভব হয়নি।
পার্ক সার্কাসের লোহাপুল সংলগ্ন একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরে ছাদের একাংশ ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার। মালিকের বিরুদ্ধে অভিযোগ, বারবার ভাড়াটিয়ারা অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। বিপজ্জন পরিস্থিতি ওই বাড়ির। কড়েয়া থানার পুলিশ খতিয়ে দেখছে।
Published on: Jan 05, 2026 05:35 PM

