Partha Chatterjee: ওইখানেও আমি ঘুমোতে পারিনি, এখানেও ঘুমোতে পারিনি: পার্থ
Partha Chatterjee: সাড়ে তিন বছর পর বাড়ি ফিরেছেন পার্থ? কেমন অভিজ্ঞতা? তখন তিনি বলেন, "আমি ঘুমোতে পারিনি। বাইরে মেয়ে বসেছিল। তাঁদের সঙ্গে যতটা পেরেছি গল্প করেছি। কিন্তু ওইখানে গিয়েও আমি ঘুমোতে পারিনি।" তিনি বলেন, "সোনা গলানোর চেষ্টা করলেও খাঁটি সোনা তো গলে না।"
সোমবারই বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় তিন বছর পর বাড়ি ফিরেছেন তিনি। ফুল-মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে তাঁকে। আদর করেছেন নিজের পোষ্যকেও। এরপর টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসআইআর নিয়ে পার্থ বলেন, “তিন বছর কাগজ পড়িনি। টিভি দেখিনি। শারীরিক মানষিক ভাবে সেই জায়গায় আসতে পারিনি। কর্মযজ্ঞে ফেরার চেষ্টা করছি।” সাড়ে তিন বছর পর বাড়ি ফিরেছেন পার্থ? কেমন অভিজ্ঞতা? তখন তিনি বলেন, “আমি ঘুমোতে পারিনি। বাইরে মেয়ে বসেছিল। তাঁদের সঙ্গে যতটা পেরেছি গল্প করেছি। কিন্তু ওইখানে গিয়েও আমি ঘুমোতে পারিনি।” তিনি বলেন, “সোনা গলানোর চেষ্টা করলেও খাঁটি সোনা তো গলে না।”
Published on: Nov 12, 2025 12:59 PM

