AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাজপেয়ীর নাম করে কী বললেন মোদী

বাজপেয়ীর নাম করে কী বললেন মোদী

তন্নিষ্ঠা ভাণ্ডারী

|

Updated on: Jan 20, 2026 | 9:41 PM

Share

মোদী আরও বলেন, "নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। ৫০ বছরের কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সব একটা জায়গায় আছে। কিন্তু এর থেকেও বড় পরিচয় হল আমি বিজেপির একজন কার্যকর্তা। দলের ক্ষেত্রে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস।"

নিতিন নবীনকে বস বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন প্রধানমন্ত্রী নয়, বিজেপির একজন সদস্যই তাঁর সবথেকে বড় পরিচয়। নিতিন নবীনের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদী বলেন, “জনসেবা আর রাষ্ট্রসেবার উপর ভিত্তি করেই চলে আমাদের সংগঠন। আদবানি, বাজপেয়ী, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে বিজেপি শূন্য থেকে বিপুল উচ্চতায় পৌঁছেছে।” তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। ৫০ বছরের কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সব একটা জায়গায় আছে। কিন্তু এর থেকেও বড় পরিচয় হল আমি বিজেপির একজন কার্যকর্তা। দলের ক্ষেত্রে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস।”

Published on: Jan 20, 2026 09:40 PM