Priyanka Chopra: এ বার মাতৃদিবসে এ কী কাণ্ড প্রিয়াঙ্কা চোপড়ার, হতবাক সকলে
Priyanka Chopra: এ বার মাতৃদিবসে মেয়ে মালতীর বদলে অন্য এক শিশুকন্যার ছবি দিয়ে ফেলেন প্রিয়াঙ্কা চোপড়া! অনেকেরই ধারণা ছবিটি প্রিয়ঙ্কার ভাসুর জো জোনাসের মেয়ের ছবি। কিন্তু হঠাৎ কেন ভাসুরের মেয়ের ছবি দিতে গেলেন মাতৃদিবসে? তা নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে জলঘোলা। অনেকেরই ধারণা হয়তো অভিনেত্রীর ইনস্টাগ্রামে ভুলবশত তাঁর টিম থেকে এই পোস্ট হয়ে যায়। কেউ বলেছেন, ‘‘সবার আগে পোস্ট করার তাড়ার চোটে এটি হয়েছে।’
ওটিটিতে শাহরুখ?
অনেকদিন হল শাহরুখ খান পুত্র আরিয়ান খানের প্রথম ওটিটি সিরিজ স্টারডামের কাজ শুরু হয়ে গিয়েছে। এবার সেই প্রজেক্টে যুক্ত হলেন শাহরুখ খান। তবে না, কোনও অভিনেতা হিসেবে নয়। বরং পরিচালনার কাজে ছেলেকে সাহায্য করতেই সেটে উপস্থিত হতে দেখা যায় কিং খানকে।
জাহ্নবীর প্রশংসায় প্রেমিক
প্রকাশ্যে এসেছে মিস্টার অ্যান্ড মিসেস মাহির ট্রেলার। তা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড অভিনেত্রী জানভি কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়া। ক্রিকেট নিয়ে ছবি। শিখর লিখেছেন, “বাহ কী ভাল ক্রিকেট খেলো তুমি।” তাতে জবাব এসেছে জাহ্নবীর। তিনি লিখেছেন,! তোমাকে মিস করছি।”
সবচেয়ে দামী ছবি ‘রামায়ণ’
তৈরি হচ্ছে ‘রামায়ণ’ ছবিটি। তাতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। জানেন, এই ছবিটিকে বলিউডের সবচেয়ে দামী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ছবির বাজেট ১০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা ৮৩৫ কোটির কাছাকাছি।
আলিয়ার বড় সিদ্ধান্ত
বিরাট বড় সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর কয়েক মাস পরই দু বছরে পা দেবে তাঁর কন্যা রাহা কাপুর। আলিয়া বলেছেন, “অন্য মা-বাবার মতোই সন্তানের সিনেমা দেখার বিষয়টা নিয়ে আমি চিন্তায় আছি। তাকে আমি ভাল ছবি দেখার জন্য তৈরি করতে চাই। যাতে আমার মেয়ের কল্পনা শক্তি তৈরি হয়।” ‘দা লায়ন কিং’-এর মতো ছবি পছন্দ করেন আলিয়া।
মেয়েকে চিনতে পারলেন না প্রিয়াঙ্কা!
এ বার মাতৃদিবসে মেয়ে মালতীর বদলে অন্য এক শিশুকন্যার ছবি দিয়ে ফেলেন প্রিয়াঙ্কা চোপড়া! অনেকেরই ধারণা ছবিটি প্রিয়ঙ্কার ভাসুর জো জোনাসের মেয়ের ছবি। কিন্তু হঠাৎ কেন ভাসুরের মেয়ের ছবি দিতে গেলেন মাতৃদিবসে? তা নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে জলঘোলা। অনেকেরই ধারণা হয়তো অভিনেত্রীর ইনস্টাগ্রামে ভুলবশত তাঁর টিম থেকে এই পোস্ট হয়ে যায়। কেউ বলেছেন, ‘‘সবার আগে পোস্ট করার তাড়ার চোটে এটি হয়েছে।’
এ কী অবস্থা উরফির!
বাহারি পোশাকে বার বার ছবিশিকারিদের চমকে দেন উরফি জাভেদ। এক সময়ে সমালোচিত হলেও তিনি এখন এই প্রজন্মের ‘ফ্যাশন আইকন’। আবারও এক বার নেটাগরিকদের চমকে দিলেন উরফি। কামিয়ে ফেললেন মাথা। মস্তক মুন্ডনে ছবি শেয়ার করলেন নিজের সমাজমাধ্যমে।
নতুন সফরে সৌমিতৃষা
সোমবার সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। তাঁর দ্বিতীয় ছবির শুট শুরু করলেন আজ অর্থাৎ সোমবার থেকে। বিপরীতে অভিনেতা সৌরভ দাস। সোশ্যাল মিডিয়ায় সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন সৌমি।
এ কী হল আদৃতের
ফুলশয্যার পর কৌশাম্বী চক্রবর্তীর প্রথম পোস্ট। অন্যলুকে দেখা গেল আদৃত রায়কে। ক্যাপশনে লিখলেন ‘খুব ব্যস্ত…’! এবার অনুরাগীদের প্রশ্ন, বর ব্যস্ত নাকি বউ, নাকি একসঙ্গে সময় কাটাতে ব্যস্ত, তারই আভাস দিলেন সোশ্যালে! তবে যা চোখে পড়ল তা হল আদৃতের চেহারায় বদল, চুল কেটে ফেলেছেন অভিনেতা। অন্দরমহলের ছবি ফাঁস।
নতুন পদক্ষেপ রণজয়ের
অভিনয়ের পাশাপাশি এবার নতুন পদক্ষেপ অভিনেতা রণজয় বিষ্ণুর। নিজের কিছু লেখা নিয়ে আরও এক অভিনেতা নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন রণজয়। যেখানে রণজয় তাঁর নিজের লেখা পাঠ করছেন, আর গান ধরেছেন অভিনেতা নীল। তাঁদের যুগলবন্দিতেই তৈরি হয়েছে নতুন একটা প্রচেষ্টা। সেই ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রণজয় বিষ্ণু।