Ayodhya Dham News: কতগুলি যজ্ঞকুণ্ড হয়েছে অযোধ্যার রাম মন্দিরে?

TV9 Bangla Digital | Edited By: rahul Sadhukhan

Jan 11, 2024 | 9:07 PM

রামলালার মূর্তির অভিষেক অনুষ্ঠানের জন্য সারা দেশ থেকে আসছেন ১২১ জন বৈদিক পুরোহিত। রাম মন্দিরে বিভিন্ন ধরনের কুণ্ড তৈরি হয়েছে। কতগুলি কুণ্ড কোন কুণ্ডের কাজ কী জানেন?

Follow Us

২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। উদ্বোধনের আগে ১ সপ্তাহ ধরে বিভিন্ন ধর্মীয় পুজো, আচার ও অনুষ্ঠান চলবে। সেই অনুষ্ঠানে দেশের প্রায় সমস্ত বিশিষ্ট ব্রাহ্মণই উপস্থিত থাকছেন। তৈরি হয়েছে ২টি আলাদা আলাদা মণ্ডপ। শাস্ত্রীয় ও বৈদিক পদ্ধতিতে পুজোর জন্য থাকছে ৯টি যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডগুলি নির্মাণের ভার কাশীর বিশিষ্ট পণ্ডিত ও জ্যোতিষীদের ওপরে।

রামলালার মূর্তির অভিষেক অনুষ্ঠানের জন্য সারা দেশ থেকে আসছেন ১২১ জন বৈদিক পুরোহিত। ধর্মীয় আচার পালনকারী বৈদিক ব্রাহ্মণরাও কাশী থেকে অযোধ্যায় পৌঁছেছেন। বিশিষ্ট আচার্যদের জন্য থাকছে চার দিকে ৪টি কুণ্ড। রামমন্দিরের সামনের দিকের মণ্ডপে তৈরি করা হয়েছে এই ৪ কুণ্ড। কুণ্ডগুলি বিভিন্ন আকারের।

কুণ্ড নির্মাণে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও গভীরতার বিশেষ গুরুত্ব আছে। শাস্ত্রীয় রীতি মেনে আট দিকে আটটি কুণ্ড তৈরি হচ্ছে। এখন অপেক্ষা রামের অভিষেকের পবিত্র হোমাগ্নিতে কুণ্ডগুলি জ্বলে ওঠার।

২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। উদ্বোধনের আগে ১ সপ্তাহ ধরে বিভিন্ন ধর্মীয় পুজো, আচার ও অনুষ্ঠান চলবে। সেই অনুষ্ঠানে দেশের প্রায় সমস্ত বিশিষ্ট ব্রাহ্মণই উপস্থিত থাকছেন। তৈরি হয়েছে ২টি আলাদা আলাদা মণ্ডপ। শাস্ত্রীয় ও বৈদিক পদ্ধতিতে পুজোর জন্য থাকছে ৯টি যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডগুলি নির্মাণের ভার কাশীর বিশিষ্ট পণ্ডিত ও জ্যোতিষীদের ওপরে।

রামলালার মূর্তির অভিষেক অনুষ্ঠানের জন্য সারা দেশ থেকে আসছেন ১২১ জন বৈদিক পুরোহিত। ধর্মীয় আচার পালনকারী বৈদিক ব্রাহ্মণরাও কাশী থেকে অযোধ্যায় পৌঁছেছেন। বিশিষ্ট আচার্যদের জন্য থাকছে চার দিকে ৪টি কুণ্ড। রামমন্দিরের সামনের দিকের মণ্ডপে তৈরি করা হয়েছে এই ৪ কুণ্ড। কুণ্ডগুলি বিভিন্ন আকারের।

কুণ্ড নির্মাণে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও গভীরতার বিশেষ গুরুত্ব আছে। শাস্ত্রীয় রীতি মেনে আট দিকে আটটি কুণ্ড তৈরি হচ্ছে। এখন অপেক্ষা রামের অভিষেকের পবিত্র হোমাগ্নিতে কুণ্ডগুলি জ্বলে ওঠার।

Next Video