Sunderban Tiger News: নতুন বছরে বনে বাঘ!

rahul Sadhukhan |

Jan 11, 2024 | 7:56 PM

নতুন বছরে বনে বাঘ! ২০২৪এ পর্যটকদের ঢল নেমেছে ম্যানগ্রোভ জঙ্গলে। সুন্দরবনের পর্যটকদের সামনে এলেন বাঘ মামা। দেখুন সেই ভিডিয়ো

Follow Us

সুন্দরবনের বুড়িরডাবরি জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। শনিবার পর্যটকদের একটি দল জখন বোট নিয়ে নদী পথে ওই এলাকায় দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় বাঘটিকে জঙ্গলের কাছে দেখতে পাওয়া যায়। নদীর পাড়ে বাঘকে দেখতে পাওয়ায় যথেষ্টই খুশি পর্যটক দলটি।

শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনের জঙ্গলে। সজনেখালি, সুধন্যখালি,দোবাঁকি এলাকায় পর্যটকরা সুন্দরবন ভ্রমণে আসছেন। ভিড় বাড়ছে বুড়িরডাবরি, ঝিঙাখালির মতো জঙ্গল গুলিতে। শনিবার সেখানেই দেখা মিলল একটি বড়সড় রয়েল বেঙ্গল টাইগারের। মূলত রায়মঙ্গল নদীর পাড়ে জঙ্গল ঘেঁষে বাঘটি বসেছিল। পর্যটকদের বোটের দেখা পাওয়ার পরেও সেখানেই মূলত রোদ পোহাতে বসে ছিল রয়েল বেঙ্গল টাইগারটি। পরে আরও কয়েকটি পর্যটকদের বোট সেখানে চলে আসায় জঙ্গলে পালিয়ে যায় বাঘটি।

সুন্দরবনের বুড়িরডাবরি জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। শনিবার পর্যটকদের একটি দল জখন বোট নিয়ে নদী পথে ওই এলাকায় দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় বাঘটিকে জঙ্গলের কাছে দেখতে পাওয়া যায়। নদীর পাড়ে বাঘকে দেখতে পাওয়ায় যথেষ্টই খুশি পর্যটক দলটি।

শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনের জঙ্গলে। সজনেখালি, সুধন্যখালি,দোবাঁকি এলাকায় পর্যটকরা সুন্দরবন ভ্রমণে আসছেন। ভিড় বাড়ছে বুড়িরডাবরি, ঝিঙাখালির মতো জঙ্গল গুলিতে। শনিবার সেখানেই দেখা মিলল একটি বড়সড় রয়েল বেঙ্গল টাইগারের। মূলত রায়মঙ্গল নদীর পাড়ে জঙ্গল ঘেঁষে বাঘটি বসেছিল। পর্যটকদের বোটের দেখা পাওয়ার পরেও সেখানেই মূলত রোদ পোহাতে বসে ছিল রয়েল বেঙ্গল টাইগারটি। পরে আরও কয়েকটি পর্যটকদের বোট সেখানে চলে আসায় জঙ্গলে পালিয়ে যায় বাঘটি।

Next Video