Ram Mandir Recruitment: অযোধ্যার রাম মন্দিরে চাকরির সুযোগ!

Ram Mandir News: রাম মন্দিরের পুরোহিতের জন্য ২০০০ এরও বেশি আবেদন হয়েছে। মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছা হয়েছে ২০০ জনকে। ২০০ জনের থেকে ২০ জনকে বাছা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের সদর দপ্তরে হবে এই ইন্টারভিউ। ৩ সদস্যের এক প্যানেল নেবেন এই ইন্টারভিউ।

Ram Mandir Recruitment: অযোধ্যার রাম মন্দিরে চাকরির সুযোগ!
| Updated on: Dec 08, 2023 | 4:13 PM

২০২৪ এর জানুয়ারিতে উন্মুক্ত হবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। রাম মন্দিরের জন্য ২০ জন পুরোহিতের খোঁজ করছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এই মর্মে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। রাম মন্দির সূত্রে খবর ওই বিজ্ঞাপনের বিপুল সাড়া পড়েছে। ২০ টি শূন্য পদের জন্য আবেদন করেছেন ৩০০০ এরও বেশি প্রার্থী।

মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছা হয়েছে ২০০ জনকে। ২০০ জনের থেকে ২০ জনকে বাছা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের সদর দপ্তরে হবে এই ইন্টারভিউ। ৩ সদস্যের এক প্যানেল নেবেন এই ইন্টারভিউ। প্যানেলে থাকবেন বৃন্দাবনের পুরোহিত জয়কান্ত মিশ্র, অযোধ্যার মোহন্ত মিথিলেশ নন্দিনী শরণ ও সত্যনারায়ণ দাস।

রামের আরাধনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে ইন্টারভিউয়ে। করা হবে বিভিন্ন মন্ত্র বিষয়ক নানা প্রশ্ন। নির্বাচিত প্রার্থীদের ৬ মাস আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরেই তাঁরা রাম মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত হবেন। যেসব প্রার্থী চূড়ান্ত ২০জনের তালিকায় থাকবেন না তাঁরাও প্রশিক্ষণের সুযোগ পাবেন।

প্রশিক্ষণ চলাকালীন ২০০০ টাকার বৃত্তি ও বিনামূল্যে খাওয়া থাকার সুযোগ। অযোধ্যার শীর্ষ সাধুরা ওই পুরোহিতদের প্রশিক্ষণের জন্য একটি পাঠক্রম তৈরি করেছেন। তাঁদের পরবর্তীকালে শুন্যপদে নিয়োগ কড়া হবে।

Follow Us: