WHAT INDIA THINKS TODAY: কাজের জন্য সম্মানিত হতে বরাবর একই রকম ভাল লাগে: রবিনা টন্ডন
'আমরা শুধু ৯০-এর দশকে কেন, আমরা এখনও ভীষণ রকমের প্রাসঙ্গিক', TV9 নেটওয়ার্ক আয়োজিত What India Thinks Today-র মঞ্চে দাঁড়িয়ে নক্ষত্র সম্মান হাতে নিয়ে এমনটাই বললেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রবিনা।
TV9 নেটওয়ার্ক আয়োজিত সবথেকে বড় গ্লোবাল সামিট What India Thinks Today-র মঞ্চে হাজির বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডন। রবিনা টন্ডন, বলিউডে এমন এক নাম যিনি রুপোলি পর্দায় নিজের দক্ষতা প্রকাশের পর বর্তমানে হাজির OTT প্ল্যাটফর্মে। TV9 নেটওয়ার্কের মঞ্চে আজ তিনি সম্মানিত হলেন নক্ষত্র সম্মান বিভাগের Ever Shining Star সম্মানে। কেরিয়ারের তিন দশক পেরিয়ে তিনি আজও সমানভাবে আকর্ষণীয়। What India Thinks Today-র মঞ্চে দাঁড়িয়ে রবিনা বলেন, “প্রথম পারফরম্যান্স থেকে আজ, এখনও অ্যাওয়ার্ড পেয়ে যাওয়া—এটা আমার কাছে খুবই আনন্দের। শুধু ৯০-এর দশকের হার্টথ্রোব নয়, আমরা মহিলারা এখনও প্রাসঙ্গিক। আমরা তখনও ছিলাম, এখনও আছি এবং চিরকাল এখানেই থাকব।”