WHAT INDIA THINKS TODAY: আগে কোনও প্রধানমন্ত্রী খেলাধুলো নিয়ে এত বলেননি, ভাবেননি: গোপীচাঁদ
আমাদের ভুললে চলবে না, যারা খেলাধুলোকে ভবিষ্যতে পেশা হিসেবে বেছে নিতে চায়, সকলেই কিন্তু সফল হবে না। সুতরাং, যারা সফল হবে না, তারা কী করবে? আমার কাছে কিন্তু এটা চিন্তার বিষয়। ব্যক্তিগত মত, কেউ যদি ২১ বছর বয়সেও সফল ক্রীড়াবিদ হতে না পারে, তাঁর কাছে যদি পর্যাপ্ত শিক্ষা না থাকে, সেটা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে: পুল্লেলা গোপীচাঁদ
TV9 নেটওয়ার্ক আয়োজিত গ্লোবাল সামিট What India Thinks Today অনুষ্ঠানের প্রথম দিনে ‘SPORTS BURNISHING- AN OPPORTUNITY’ বিষয়ে বক্তব্য রাখলেন প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার পুল্লেলা গোপীচাঁদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর ভূয়সী প্রশংসায় কীংবদন্তী এই খেলোয়াড়। তিনি জানান, গত ১০ বছরে খেলায় ভারত এতটাই উন্নতি করেছে যে অভিভাবকরাও এখন খেলাকে পেশা হিসেবে নিতে পিছপা হচ্ছেন না। তবে পুল্লেলা গোপীচাঁদ আরও বলেন, “অনেকের ক্ষেত্রে হয়, কেউ পড়াশোনা ছেড়ে শুধুমাত্র খেলাধুলো বেছে নেয়। খুব কম বয়সে কেউ পড়াশোনা ছেড়ে খেলার সঙ্গে যুক্ত হলে সেটা কিন্তু চিন্তার বিষয়। আমাদের ভুললে চলবে না, যারা খেলাধুলোকে ভবিষ্যতে পেশা হিসেবে বেছে নিতে চায়, সকলেই কিন্তু সফল হবে না। সুতরাং, যারা সফল হবে না, তারা কী করবে? আমার কাছে কিন্তু এটা চিন্তার বিষয়”। গোপীচাঁদের পুরো বক্তব্য শুনতে দেখুন ভিডিয়ো।