WHAT INDIA THINKS TODAY: নক্ষত্র সম্মান পেলেন দুই ক্রীড়াবিদ আনমোল এবং আমির

| Edited By: Moumita Das

Feb 25, 2024 | 8:42 PM

TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিটে নক্ষত্র সম্মান পেলেন, জম্মু ও কাশ্মীরের প্যারালিম্পিক ক্রিকেট দলের অধিনায়ক আমির লোন এবং তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় আনমোল খারব। দুজনের হাতের নক্ষত্র সম্মান পুরস্কার তুলে দেন পুল্লেলা গোপীচাঁদ।

TV9 নেটওয়ার্ক আয়োজিত What India Thinks Today গ্লোবাল সামিটের প্রথম দিনে সমাজের বিভিন্নক্ষেত্রের ‘নক্ষত্র’দের সম্মাননা জানানোর পালা। ক্রীড়া জগত থেকে আজ এই অনুষ্ঠানে নক্ষত্র সম্মান অনুষ্ঠানে সম্মানিত করা হল ব্যাডমিন্টন প্লেয়ার আনমোল খারব এবং প্যারা ক্রিকেটার আমির হোসেন লোনকে। সম্প্রতি এশিয়ান মিটে টিম ইভেন্টে সোনা জিতেছে ভারত। পিভি সিন্ধুদের সঙ্গে আনমোলও দুর্দান্ত পারফর্ম করেছেন। কাশ্মীর দলের ক্যাপ্টেন আমির হোসেন লোন ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়। সম্প্রতি কাশ্মীর সফরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সচিন তেন্ডুলকার। TV9 নেটওয়ার্কের অনুষ্ঠানে আমির উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও তাঁর ছেলের সঙ্গে। আমির ও আনমোলের হাতে নক্ষত্র সম্মান তুলে দেন কিংবদন্তী ব্যাডমিন্টন প্লেয়ার পুল্লেলা গোপীচাঁদ। দেখুন সম্মাননা দেওয়ার মুহূর্ত।