China Population: জনসংখ্যা একধাক্কায় কমল ২০ লাখ, কী হচ্ছে চিনে?

দিনে দিনে চিনে কমছে জনসংখ্যা। কারণ হিসেবে উঠেছে এসেছে কোভিড। তবে নিজের পায়েই নিজে কুড়ুল মারল জিনপিংয়ের দেশ?

China Population: জনসংখ্যা একধাক্কায় কমল ২০ লাখ, কী হচ্ছে চিনে?
| Updated on: Jan 18, 2024 | 9:58 PM

কোভিড কমিয়ে দিল চীনের জনসংখ্যা। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা যে দেশে সেই চীনের জনসংখ্যাই এবার কমল। জনসংখ্যা কমেছে কুড়ি লক্ষ। মৃত্যু আরো বেড়েছে প্রায় দ্বিগুণ হয়ে ৬ লক্ষ ৯০ হাজার হয়েছে। চীনের জনসংখ্যা এখন নেমে দাঁড়িয়েছে ১৪০ কোটিতে। জনসংখ্যা এক ধাপে এতটা নিচে আসার বিষয়টি নজরে এসেছে সে দেশের পরিসংখ্যান দপ্তর।

 

জনসংখ্যা কমে বিপাকে চিন। এখন ১৪০ কোটি। জন্মের হার কমেছে ৫০%। মৃত্যুর হার বেড়েছে দ্বিগুণ। জন্মের হারও কমেছে মাত্রাতিরিক্ত ভাবে। শেষ বছরে জন্মের সংখ্যা ৯০ লক্ষ। এটা ২০১৬ অর্থাৎ কোভিডের আগের সময়ের তুলনায় অর্ধেক।

আর এইরকম অবস্থায় চীন পড়েছে ফ্যাসাদে। দেশের অর্থনীতিকে ধরে রাখতে এবং স্বাভাবিক উন্নয়ন প্রতিদিনকার কাজকর্মের ধারা ঠিকভাবে চালু রাখতে জনসংখ্যার প্রয়োজন আছে। ২০১৬ সালে যেখানে চীনকে পরিবার কিছু একটি সন্তান এই ঘোষণা করতে হয়েছিল সেখানে এখন তারা জন্মবৃদ্ধির দিকে নজর দিতে বাধ্য হচ্ছে। এদিকে চীনের মানুষ এখন দেরিতে বিয়ে করছেন। কেউ কেউ বিয়ে করার পরেও সন্তান নিতে চাইছেন না। পড়াশোনার খরচ বেড়ে যাওয়াতে অনেকেই এই সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে যে চীন জনসংখ্যার জন্য বিশ্ব পরিচিত ছিল এবং চিন্তিত ছিল এখন হয়েছে উলট পুরান।

Follow Us: