AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richa Ghosh: বিশ্বজয় করে ঘরে ফিরছেন রিচা, সেজে উঠেছে গোটা শিলিগুড়ি

Richa Ghosh: বিশ্বজয় করে ঘরে ফিরছেন রিচা, সেজে উঠেছে গোটা শিলিগুড়ি

Prasenjit Chowdhury

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Nov 07, 2025 | 11:32 AM

Share

Richa Ghosh Cricketer: শুক্রবার সকালে দিল্লি থেকে প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নামবেন রিচা ঘোষ। তারপর সেখান থেকে হুড খোলা গাড়িতে রিচাকে বাড়ি পৌঁছে দেবেন খোদ মেয়র গৌতম দেব। দুপুরের দিকে বাঘাযতীন পার্কে তাঁকে সংবর্ধিত করবে শিলিগুড়ি পুরনিগম। বলে রাখা প্রয়োজন রিচার বাড়ি থেকে এই বাঘাযতীন পার্কের দূরত্ব প্রায় ২০০ মিটার।

শিলিগুড়ি: বিশ্বজয় করে বাড়ি ফিরছেন ঘরের মেয়ে। শিলিগুড়িতে উন্মাদনার আবহ। অলিতেগলিতে পড়েছে পোস্টার। সেজে উঠেছে গোটা শহর। বিশ্বজয়ী বাঙালি ক্রিকেটারকে বরণ করতে তৈরি শিলিগড়ির মেয়র গৌতম দেবও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দিল্লি থেকে প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নামবেন রিচা ঘোষ। তারপর সেখান থেকে হুড খোলা গাড়িতে রিচাকে বাড়ি পৌঁছে দেবেন খোদ মেয়র গৌতম দেব। দুপুরের দিকে বাঘাযতীন পার্কে তাঁকে সংবর্ধিত করবে শিলিগুড়ি পুরনিগম। বলে রাখা প্রয়োজন রিচার বাড়ি থেকে এই বাঘাযতীন পার্কের দূরত্ব প্রায় ২০০ মিটার। সেই গোটা রাস্তা জুড়েই পাতা থাকতে পারে লাল গালিচা।

Published on: Nov 07, 2025 11:31 AM