Rocky Aur Rani Ki Prem Kahani: প্রকাশ্যে এল আলিয়া-রণবীরের রোম্যান্টিক ভিডিয়ো
Rocky Aur Rani Ki Prem Kahani: রণবীর সিং ও আলিয়া ভাটের রোম্যান্সে বুঁদ এবার নেটপাড়া। মা হওয়ার পর আলিয়া ভাটের প্রথম অভিনয়। মুক্তি পেল 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবির প্রথম গান ‘তুম কেয়া মিলে’। সেখানেই নজর কাড়লেন জুটি। করণ জোহরের সিগনেচার মার্ক-এর ছোঁয়া এই গানে স্পষ্ট।
আবেগঘন অমিতাভ
মেঘলা দিনে নজর কাড়ল অমিতাভ বচ্চনের আবেগঘন পোস্ট। নিজের এক অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। রাস্তায় বৃষ্টিতে ভিজে এক ছোট্ট মেয়ে গোলাপ বিক্রি করছে, পরিবারের কারও অন্নসংস্থানের জন্য হয়তো। অমিতাভের এই পোস্টটি দেখামাত্রই চোখ ভেজে ভক্তদের।
সরব বিবেক
‘আদিপুরুষ’ নিয়ে এত বিতর্ক, সেন্সর বোর্ডের চোখে পড়েনি? প্রশ্ন করতেই এবার জবাব দিলেন সেন্সর বোর্ডের সদস্য বিবেক অগ্নিহোত্রী। তাঁর কথায়, “আমরা ছবিটা দেখিনি। আর আমি ব্যক্তিগতভাবে অন্যের ছবি নিয়ে মন্তব্য করা পছন্দ করি না।”
রণবীর-আলিয়ায় মুগ্ধ
রণবীর সিং ও আলিয়া ভাটের রোম্যান্সে বুঁদ এবার নেটপাড়া। মা হওয়ার পর আলিয়া ভাটের প্রথম অভিনয়। মুক্তি পেল ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবির প্রথম গান ‘তুম কেয়া মিলে’। সেখানেই নজর কাড়লেন জুটি। করণ জোহরের সিগনেচার মার্ক-এর ছোঁয়া এই গানে স্পষ্ট।
‘আদিপুরুষ’কে নোটিশ এলাহাবাদ হাইকোর্টের
‘আদিপুরুষ’ ছবির চিত্রনাট্যকার মনোজ মুনতাসির শুক্লাকে এবার নোটিশ পাঠাল এলাহাবাদ হাইকোর্ট। কুরুচিপূর্ণ সংলাপের জন্য পাঠানো হয়েছে এই নোটিশ। তাঁকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে, এই বিষয়ে যথাযথ উত্তর দেওয়ার জন্য।
ক্ষুব্ধ কবীর সুমন
ভেঙে ফেলা হচ্ছে ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ‘বিপ্লব।’ এবার এই নিয়ে কবীর সুমনের বক্তব্য, “কী বলি বলুন তো? আমি বুড়ো মানুষ… এসব শুনলে কান্না পায়।”
রেগে গিয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়
সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ভেঙে ফেলা নিয়ে সরব সংস্কৃতি গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়ও। বললেন, “এটা আমাকে অবাক করে না। আমাদের স্মৃতির মাধবীলতা দুলে ওঠে, কিন্তু আমাদের সমাজে তাঁর কোনও চিহ্ন নেই। এই যে নেই, এটা তো জাতীয় অপরাধ।”
জমিয়ে নাচ শ্রীলেখার
শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় এবার ঝড় তুললেন তাঁর বোল্ড লুকে। ‘আজ-কাল তেরে মেরে পেয়ার কে চর্চে’ গানে এক স্বল্পবয়সী যুবকের সঙ্গে জমিয়ে নাচলেন। এই ভিডিয়ো শেয়ার হতেই শোরগোল নেটপাড়ায়।
কবে বন্ধ হচ্ছে সোহাগ জল
বন্ধ হচ্ছে শ্বেতা ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক ‘সোহাগ জল’। কয়েক মাস সম্প্রচারের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। ১ জুলাই রাত ৯টায় শেষ সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
বাদ পড়লেন আলিয়া
বিগ বস OTT ২-এর এবারের অন্যতম সদস্য ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকি। তবে এবার শো থেকে বাদ পড়লেন তিনি। আচমকাই ভোটিং-এর মাধ্যমে বিগ বস হাউজ থেকে বাদ পড়লেন তিনি।